কে হচ্ছেন টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক?
ভারত এখন টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন। রোহিত শর্মার নেতৃত্বে ১৭ বছর পর টি-টোয়েন্টির শিরোপা পুনরুদ্ধার করে দেশটি। তবে, বিশ্বকাপ ফাইনালের পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত। পাশাপাশি অবসরে যান বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা।
তারকাবিহীন দল নিয়ে বিশ্বকাপের পর জিম্বাবুয়ে সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন শুভমান গিল। প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে সিরিজ জিতে এসেছে দলটি। সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে কে হতে পারেন দলটির অধিনায়ক, তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা।
সবকিছুর অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, আগামী সিরিজে টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেওয়ার পথে এগিয়ে আছেন সূর্যকুমার যাদব। বিসিসিআইয়ের বরাতে এমন খবর প্রকাশ করেছে ইএসপিএনক্রিকইনফো।
বিশ্বকাপে রোহিতের সহকারি ছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে ছিলেন। তবে, মাঠ ও মাঠের বাইরে পান্ডিয়ার সাম্প্রতিক চাপ বেড়েছে। আছে চোটের ব্যাপার। তাই, অধিনায়কত্ব দিয়ে মানসিকভাবে তাকে আরও চাপে না ফেলতেই বিসিসিআইয়ের এমন সিদ্ধান্ত।
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অন্যতম বড় ভূমিকা সূর্যকুমারের। পান্ডিয়ার করা শেষ ওভারে ডেভিড মিলারের দুর্দান্ত এক ক্যাচ নিয়ে দেশকে শিরোপা এনে দেওয়ার পথ করে দেন তিনি। তাছাড়া, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের অটোচয়েজ বলা চলে ‘স্কাই’-খ্যাত সূর্যকুমারকে। গত বছর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও আছে তার।