আইপিএলের উদ্বোধন আজ, থাকছে যেসব চমক

আজ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। প্রায় দেড় মাসের লম্বা এই টুর্নামেন্ট শুরু হচ্ছে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে। প্রথম ম্যাচের আগে প্রতিবারের মতো এবারও আয়োজন করা হবে জমকালো এক অনুষ্ঠানের। কলকাতার ইডেন গার্ডেনসে হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ।
উদ্বোধনীতে চেষ্টার কোনো কমতি রাখছে না আয়োজকরা। নিয়ম অনুযায়ী বর্তমান চ্যাম্পিয়নদের মাঠেই হয় উদ্বোধনী ম্যাচ ও অনুষ্ঠান। গতবারের চ্যাম্পিয়ন যেহেতু কলকাতা নাইট রাইডার্স, সেই হিসেবে ইডেন গার্ডেনে এখন সাজ সাজ রব।
শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ১ ঘণ্টার উদ্বোধনী আয়োজন। এরপরই মাঠে গড়াবে কেকেআর-আরসিবি হাইভোল্টেজ ম্যাচ। টি-স্পোর্টসের পাশাপাশি স্টার স্পোর্টসে দেখা যাবে পুরো আয়োজন। সর্বনিন্ম টিকিট মূল্য ধরা হয়েছে ৩ হাজার ও সর্বোচ্চ ৩০ হাজার রুপি।
এই আয়োজনের বড় চমক দুই বলিউড সুপারস্টার সালমান খান ও শাহরুখ খান। নিজের দল কেকেআরকে সাপোর্ট করতে শাহরুখ ও সালমান মাঠে আসবেন আসন্ন সিকান্দার সিনেমার প্রচারণায়। এছাড়াও শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, বরুন ধাওয়ান ও সঞ্জয় দত্তের মতো তারকারা পারফর্ম করার কথা রয়েছে।
সূরের মূর্ছনা ছড়াবেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও র্যাপার করুণ আউজলা। অতিথিদের তালিকায় আছেন সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, উর্বশী রাউতেলা ও আয়ুষ্মান খুরানা। যদিও তাদের পারফর্ম করার সম্ভাবনা খুব একটা নেই।