ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিলের জন্য দুঃসংবাদ
ঠিক যেন স্বর্গে আছে আর্জেন্টিনা। স্বপ্নীল এক সময় কাটাচ্ছে দলটি। লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়ারা এখন সর্বজয়ী। সর্বশেষ কোপা আমেরিকা জিতে কোপা-বিশ্বকাপ-কোপার ঐতিহাসিক ট্রেবলও নিজেদের করে নিয়েছে। এবার ফিফা র্যাঙ্কিংয়েও পড়ল তার ছাপ।
ফিফার সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) শীর্ষেই আছে আর্জেন্টিনা। তবে, পয়েন্ট বেড়েছে অনেক। আগের তালিকায় মেসিদের রেটিং পয়েন্ট ছিল ১৮৬০.১৪। ৪১.৩৪ পয়েন্ট বেড়ে এখন যা দাঁড়িয়েছে ১৯০১.৪৮-এ। তালিকার দুইয়ে যথারীতি ফ্রান্স।
ইউরো জিতে স্পেন বড় লাফ দিয়েছে র্যাঙ্কিংয়ে। পাঁচ ধাপ এগিয়ে লা রোজারা আছে তৃতীয় স্থানে। ইউরোর রানার্সআপ ইংল্যান্ডের অবস্থান স্পেনের পরই, চতুর্থ স্থানে আছে থ্রি লায়ন্সরা। কোপায় রীতিমতো হতাশ করা ব্রাজিল পিছিয়েছে এক ধাপ। ইংলিশদের জায়গা ছেড়ে দিয়ে তারা এখন নেমেছে পাঁচ নম্বরে।
সেরা দশের মধ্যে ছয়ে থাকা বেলজিয়াম পিছিয়েছে তিন ধাপ। অপরিবর্তিত আছে নেদারল্যান্ডসের সপ্তম অবস্থান। দুই ধাপ পিছিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, তারা আছে আটে। নবম ও দশম স্থানে কলম্বিয়া ও ইতালি। কোপার ফাইনাল খেলা কলম্বিয়ার উন্নতি হয়েছে তিন ধাপ। আর দশে থাকা ইতালির অবস্থানে কোনো হেরফের হয়নি।