প্যারিস অলিম্পিক
নদী দূষণে পিছিয়ে গেল ট্রায়াথলন
অলিম্পিকের অন্যতম আকর্ষণীয় ইভেন্টের একটি ট্রায়াথলন। সাঁতার, সাইক্লিং ও দৌড় এই তিনটির লড়াই মিলে হয় ট্রায়াথলন। সাঁতার থাকে দেড় কিলোমিটার, এরপর ৪০ কিলোমিটার সাইক্লিং এবং ১০ কিলোমিটার থাকে দৌড়। তবে, মাত্রাতিরিক্ত নদী দূষণে স্থগিত করা হলো এই ইভেন্টটি।
আজ মঙ্গলবার (৩০ জুলাই) সেন নদীর পানি দূষণের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি হওয়ায় অলিম্পিকসের ছেলেদের ট্রায়াথলন ইভেন্ট স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে এই ঘোষণা দেয় প্যারিস অলিম্পিকস ও ওয়ার্ল্ড ট্রায়াথলন কমিটি।
প্যারিসের সিন নদীতে ছেলেদের ট্রায়াথলন প্রতিযোগিতা আজ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নদীর পানিকে দূষণমুক্ত করতে না পারায় প্রতিযোগিতাটি স্থগিত করা হয়েছে।
গত শুক্র ও শনিবার প্রচুর বৃষ্টিপাতের কারণে নদীর কিছু জায়গায় দূষণ আরও বেড়েছে যা এখনও গ্রহণযোগ্য সীমার ওপরে। বিবৃতিতে জানানো হয়, পানির দূষণের মাত্রা কমলে বুধবার সকাল পৌনে ১১টায় লড়াই শুরু হবে। এর আগে সকাল ৮টায় আছে মেয়েদের ট্রায়াথলন।
সেন নদীর দূষণ নিয়ে আলোচনা হয়ে আসছে অনেক আগে থেকেই। প্যারিস অলিম্পিকসের জন্য নদীর বর্জ্য জল পরিকাঠামোর পেছনে ১৪০ কোটি ইউরো খরচ করা হয়েছে। জানা গেছে, যদি নদীর পানির দূষণ না কমে, সেক্ষেত্রে সাঁতার বাতিল করে দেওয়া হবে। শুধু সাইক্লিং ও দৌড় প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।
এদিকে, টানা দ্বিতীয় দিন পদক তালিকার শীর্ষে থাকল জাপান। পদকের লড়াইয়ের তৃতীয় দিনে দুটিসহ মোট ছয়টি সোনা জিতেছে এশিয়ার দেশটি। মোট পদক সংখ্যায় অবশ্য যুক্তরাষ্ট্রই ওপরে। এখন পর্যন্ত তিনটি সোনাসহ মোট ২০টি পদক জিতেছে তারা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি করে সোনা জিতেছে ফ্রান্স, চীন, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।