পরের আইপিএল খেলার ব্যাপারে যা বললেন ধোনি
আইপিএলের সঙ্গে খেলোয়াড় হিসেবে যদি সবচেয়ে বেশি জড়িয়ে থাকে কারও নাম, তিনি নিঃসন্দেহে মহেন্দ্র সিং ধোনি। ক্যাপ্টেন কুল ধোনির অধীনেই পাঁচটি শিরোপা জিতেছে চেন্নাই সুপার কিংস। এ বছরের আইপিএলই খেলোয়াড় হিসেবে ধোনির সম্ভাব্য শেষ আসর ছিল। তবে, আবারও আলোচনায় তার অংশগ্রহণ।
২০২৫ সালের আইপিএল খেলা নিয়ে কথা বলেছেন ধোনি। স্পষ্ট করে কিছু না বললেও জানিয়েছেন, দেখা যাক। সময় কথা বলবে। নিজেদের প্রকাশিত প্রতিবেদনে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) এমনটি জানায় ইএসপিএনক্রিকইনফো।
এর আগে আইপিএল ২০২৫ এ মেগা নিলামের পাশাপাশি ইমপ্যাক্ট প্লেয়ার রাখা, চুক্তির মাঝপথে খেলোয়াড়দের বেতন বাড়ানোর পরিকল্পনা গ্রহণ, নিলামের আগে সর্বোচ্চ সাত ক্রিকেটার ধরে রাখার ব্যাপারসহ নানা বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সভা করে আইপিএলের মালিকপক্ষ। বিসিসিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সভাটি মূলত পরবর্তী আইপিএলের নতুন বিধিমালা প্রণয়ন ও সংশোধন সংক্রান্ত ছিল।
সে বিষয়ে কথা বলতে গিয়ে নিজের ফেরার প্রসঙ্গেও কথা বলেন ধোনি। ৪৩ বছর বয়সী ধোনি বলেন, ‘বিসিসিআই আর আইপিএলের মালিকরা বিভিন্ন ইস্যুতে বসেছে। নিয়মকানুন সংক্রান্ত বিষয় আছে। সেসব বিষয়ে কী সিদ্ধান্ত আসে, দেখা যাক। এখনও সময় আছে। সব ঠিকঠাক হলে, দল যদি আগ্রহ দেখায়, তখন আমার ব্যাপারটা (ফেরা) ভেবে দেখব।’