প্যারিস অলিম্পিক
হ্যান্ডবলে ফ্রান্সের কাছে আর্জেন্টিনার হার
সম্প্রতি আর্জেন্টিনা-ফ্রান্স লড়াইয়ের কথা সামনে এলে চোখের সামনে ভেসে ওঠে কাতার বিশ্বকাপের ফাইনাল। ইউরোপিয়ান পরাশক্তি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ নিজেদের করে নেয় লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। সেই দ্বৈরথ অবশ্য অনুষ্ঠিত হয়েছিল ফুটবলে। তবু, দুদলের লড়াইয়ের ঝাঁঝ ছুঁয়েছে অন্য খেলাতেও।
প্যারিস অলিম্পিকে আজ শুক্রবার (২ আগস্ট) পুরুষ হ্যান্ডবলে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ফ্রান্স। গ্রুপপর্বের ম্যাচটিতে আর্জেন্টাইনদের ২৮-২১ গোলে হারিয়েছে ফরাসিরা। ম্যাচের প্রধমার্ধে ১৫-৮ গোলে এগিয়ে ছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে যদিও ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ১৩-১৩ সমতায় শেষ হয়। তবে যা এগিয়ে যাওয়ার, প্রথমার্ধেই গিয়েছিল স্বাগতিক ফ্রান্স। এনে দেয় জয়।
এ দিকে, ফুটবল ইভেন্টেও আজ মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ সময় দিনগত রাত একটায় শুরু হবে ম্যাচটি। হ্যান্ডবলের মতো গ্রুপপর্বের ম্যাচ নয়। কোয়ার্টার ফাইনালের ম্যাচটিতে স্বাগতিক ফ্রান্সকে হারাতে মরিয়া আর্জেন্টিনা। ফ্রান্সের সামনে ম্যাচটা প্রতিশোধেরও। কাতার বিশ্বকাপের ফাইনালে বড়রা খেললেও দেশ তো একই। অনূর্ধ্ব-২৩ দল অলিম্পিকে প্রতিনিধিত্ব করছে দেশকেই। তার ওপর ফ্রান্স এবার স্বাগতিক।
গতিশীল ফুটবল খেলার কারণে পিছিয়ে রাখা যাবে না কাউকে। এগিয়েও রাখা যাবে না। যতোই আর্জেন্টিনার এখন বসন্ত চলুক কিংবা স্বাগতিক হোক ফ্রান্স, ফুটবলে শেষের আগে শেষ বলে কিছু নেই। সর্বজয়ী আর্জেন্টিনার বড়দের পদাঙ্ক অনুসরণ করে অলিম্পিকেও বাজিমাত করতে আলবিসেলেস্তে ফুটবলারদের চাই দুরন্ত ছন্দ ধরে এগোনো। আর ঘরের মাঠে ফরাসি ব্লুরা চাইবে প্রতিশোধ নিয়ে টিকে থাকতে।