ফ্রান্সের কাছে হারের কারণ জানালেন মাসচেরানো
কোপা আমেরিকা-বিশ্বকাপ-কোপা আমেরিকা! টানা তিনটি বৈশ্বিক শিরোপা জিতে রীতিমতো উড়ছিল আর্জেন্টিনা। কিন্তু সেই আর্জেন্টিনার তরুণরাই হারল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের মঞ্চে। ফ্রান্সের কাছে গেল রাতে ১-০ গোলে হেরে প্যারিস অলিম্পিক থেকে বিদায় নিয়েছে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নদের।
যেখানে দল হিসেবে ফেভারিট ছিল সেখানে হারাটা অপ্রত্যাশিতই ছিল আর্জেন্টিনার। তাছাড়া ম্যাচজুড়ে ৭০ শতাংশ বল দখলে রেখেছিল আর্জেন্টিনা। তাদের ১৬ শটের বিপরীতে ফ্রান্স নিয়েছে ১০টি। আর লক্ষ্যে আর্জেন্টাইনদের শট ছিল চারটি, স্বাগতিকদের দুটি। ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়েছে আর্জেন্টাইনরা। তবে পায়নি কাঙ্খিত সেই গোলের দেখা।
তাইতো হতাশায় পুড়ছেন কোচ হাভিয়ের মাসচেরানো। বিদায়কে মেনে নিয়ে আপাতত হার হজম করার চেষ্টায় আজেন্টাইন কোচ।
মাসচেরানো বলেছেন, ‘যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি, সেটা নতুন কিছু না। ফুটবল এমনই। হার এড়াতে সম্ভাব্য সবকিছু করার পরও খালি হাতে ফিরতে হলো। আমরা প্রতিপক্ষের চেয়ে বেশি সুযোগ তৈরি করেছি। কিন্তু ফুটবল প্রতিভা বোঝে না। এটাই বাস্তবতা এবং আজ (গতকাল) ছিল আমাদের ঘরে ফেরার পালা।’
২০২৫ সালে চিলিতে শুরু হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। মাসচেরানো তত দিন দায়িত্বে থাকবেন কি না সে ব্যাপারে কোচ বলেছেন, ‘ভবিষ্যৎ নিয়ে ভাবছি না। আগে হোটেলে ফিরে হারটা হজম করার চেষ্টা করি।’