এবার হামলার শিকার মেসির বাড়ি
আর্জেন্টিনায় জন্ম নিলেও লিওনেল মেসির দ্বিতীয় বাড়ি স্পেন। নির্দিষ্ট করে বললে বার্সেলোনা শহর। শূন্য থেকে শৃঙ্গে ওঠার এই পথে মেসির সবটাই তো বার্সা কেন্দ্রিক। সেখানে যে বাড়িতে থাকতেন, তার নাম ইবিজা ম্যানশন। সেই বাড়িটিতে হামলা ও ভাঙচুর করা হয়েছে সম্প্রতি।
টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়, মেসির বাড়িতে হামলা চালান এক দল পরিবেশকর্মী। তাদের ধারণা, মেসির বাড়িটি পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ১১ মিলিয়ন ইউরো মূল্যের বাড়িটিতে হামলার দায় স্বীকার করেছে পরিবেশবিষয়ক আন্দোলনকারী সংস্থা ফিউচারো ভেজেটাল।
মেসির বাড়ির সামনে সংগঠনের দুই সদস্য টি-শার্ট পরে একটি ছবি দিয়েছে। তাদের হাতে ব্যানার। সেই ব্যানারে স্প্যানিশ ভাষায় যা লেখা, তার বাংলা করলে দাঁড়ায়—’পৃথিবীকে বাঁচান এবং ধনীদের প্রতিহত করুন।’ তাদের ভাষ্য, এ ধরণের বাড়িগুলো ও সরকারি নীতিমালা জলবায়ু সংকট বাড়িয়ে দেয়।
ইবিজা ম্যানশনে রঙ মাখিয়ে দেওয়া আন্দোলনকারীরা পরবর্তীতে একটি বিবৃতিতে জানায়, অবৈধ উপায়ে এটি তৈরি করা হয়েছে। নির্মাণকালে প্রাণ হারান একাধিক মানুষ।