স্পেনকে বিদায় করে অলিম্পিকের ফাইনালে ব্রাজিল
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে স্পেনের অবস্থান শীর্ষে। ফেবারিট হিসেবেই ব্রাজিলের বিপক্ষে সেমিতে খেলতে নেমেছিল দলটি। তবে, মাঠের লড়াইয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে পারেনি স্প্যানিশরা। মেয়েদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন উড়িয়ে ১৬ বছর পর অলিম্পিকের ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল।
গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) দিনগত রাতে স্পেনকে ৪–২ গোলে হারিয়ে প্যারিস অলিম্পিকে মেয়েদের ফাইনালে উঠেছে ব্রাজিল। ২০০৮ সালের পর ব্রাজিল প্রথমবার অলিম্পিকের ফাইনালে উঠল। যদিও এই ম্যাচে খেলতে পারেননি ব্রাজিলের তারকা ফুটবার মার্তা। নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচে খেলা হয়নি তার।
স্পেনের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। যদিও প্রথম গোলটি পেয়ে যায় স্পেনের ভুলের কারণে। দলটির তারকা আইরিন পারেদেস নিজের জালে বল জড়িয়ে ব্রাজিলকে আনন্দে ভাসান। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন গাবি পোর্তোলিও। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।
বিরতির পর ব্যবধান আরও বাড়ায় দলটি। ম্যাচের ৭১তম মিনিটে আদ্রিয়ানার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। পরবর্তীতে ম্যাচের ৮৫তম মিনিটে সালমা পারায়উয়েলোর কল্যাণে সেই ব্যবধান কমায় স্পেন। এরপর যোগ করা সময়ে ব্রাজিলের হয়ে ব্যবধান ৪-১ করেন কেরোলিন। কিছুক্ষণ পর আরেকটি গোল করে ব্যবধান কমায় স্প্যানিশরা। শেষমেশ ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। আগামী ১০ আগস্ট ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ চারবারের সোনাজয়ী যুক্তরাষ্ট্র।