আজীবন নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলের তারকা ফুটবলার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/06/05/lukas_paqeta.jpg)
ছোট একটা ভুল ধ্বংস করে দিতে পারে যে কোনো মানুষের জীবন। ফুটবলারদের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কেউ কেউ ভুল থেকে শিক্ষা নেন। কেউ আবার ভুলের ফাঁদে পা বাড়ান। ব্রাজিলের মিডফিল্ডার লুকাস পাকেতাও তাদেরই একজন। তেমনই এক ভুলের জন্য আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন ওয়েস্ট হ্যামের এই মিডফিল্ডার।
গতকাল মঙ্গলবার (৪ জুন) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, অনৈতিক উদ্দেশ্যে বেটিং বাজারকে প্রভাবিত করতে ইচ্ছাকৃতভাবে রেফারির কাছ থেকে কার্ড পাওয়ার অভিযোগ উঠেছে প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের এই ফুটবলারের বিরুদ্ধে। আর সেই অভিযোগের তদন্ত করছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
গোলের প্রতিবেদন অনুসারে, পাকেতার বিপক্ষে চারটি অভিযোগ গঠন করা হয়েছে। এই অভিযোগগুলো প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের চারটি ম্যাচের সঙ্গে সংশ্লিষ্ট। প্রথমটি ২০২২ সালের ১২ নভেম্বর লেস্টার সিটি, দ্বিতীয়টি ২০২৩ সালের ১২ মার্চ অ্যাস্টন ভিলা, তৃতীয়টি ২১ মে লিডস ইউনাইটেড ও সর্বশেষ ১২ আগস্ট বোর্নমাউথের সঙ্গে। গত বছর আগস্ট থেকেই তদন্তের অধীনে আছেন এই ফুটবলার।
সেই অভিযোগে আরও বলা হয়, অন্তত ৬০ জন ব্যক্তি পাকেতার হয়ে বেটিং ধরেন যে তিনি এই ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড খাবেন। ইংলিশ দৈনিক পত্রিকা দ্য সান-এর বরাত দিয়ে জানানো হয়, যদি পাকেতা দোষী সাব্যস্ত হন তাহলে তাকে আজীবন ফুটবল থেকে নিষিদ্ধ করা হবে। এতে করে মাত্র ২৬ বছর বয়সেই ফুটবল অধ্যায়ের ইতি ঘটতে পারে তার।
তবে পাকেতাও ছেড়ে দিচ্ছেন না। ইতোমধ্যে নিজেকে নির্দোষ দাবি করে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিয়েছেন তিনি। চলতি মৌসুম শুরুর আগেই জানা যাবে পাকেতার কপালে কি জুটতে যাচ্ছে! তবে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকায় অংশ নিচ্ছেন তিনি। দুঃসময়ে পাকেতার পাশে থাকার ঘোষণা দিয়েছে ওয়েস্টহ্যাম।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/06/05/lusi.jpg)
ফরাসি ক্লাব লিঁও থেকে ২০২২ সালের আগস্টে ৩ কোটি ৬৫ রাখ পাউন্ডে ওয়েস্ট হামে যোগ দেন পাকেতা। অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২২ সালে স্ট্রাটফোর্ড টাউনের ডিফেন্ডার কাইনান আইজ্যাককে ১০ বছর নিষিদ্ধ করা হয়। অভিযোগ ছিল, বন্ধুদের সঙ্গে বেটিংয়ে সুবিধা করতে আইজ্যাক ইচ্ছাকৃতভাবে কার্ড দেখেছিলেন।