কেড়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্রের পদক, কিন্তু কেন?
এবারের প্যারিস অলিম্পিকটা দারুণ কেটেছে যুক্তরাষ্ট্রের। সর্বোচ্চ ৪০টি স্বর্ণ জিতে পদক তালিকায় মার্কিনিদের শ্রেষ্ঠত্ব। তবে, শেষ দিনে এসে কেড়ে নেওয়া হলো যুক্তরাষ্ট্রের একটি পদক, কিন্তু কেন এমনটা করা হলো, এবার জানা গেল সেই কারণ।
মার্কিন জিমন্যাস্ট জর্ডান চিলেসের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে জেতা ব্রোঞ্জ পদক কেড়ে নেয়া হয়েছে। তাকে পদক ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস বা ক্যাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিচারকদের ভুলে কারণে ব্রোঞ্জ দেওয়া হয়েছিল চিলেসকে। তা এখন ফিরিয়ে দিতে হবে।
সেটি পাবেন রোমানিয়ার জিমন্যাস্ট আনা বারবোসু। ক্যাসের পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থাও (আইওসি) একই ঘোষণা দিয়েছে। যদিও মার্কিন জিমন্যাস্ট সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে সুইস ট্রাইব্যুনালে আবেদনের কথা বলা হয়েছে।
জিমন্যাস্টিক্সের ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজ় ইভেন্টে ব্রোঞ্জ জেতেন চিলেস। একই ইভেন্টে রৌপ্য জেতেন বাইলস। চিলেসের পয়েন্ট নিয়ে খুশি হতে না পেরে বিচারকদের কাছে পুনরায় বিবেচনার আবেদন করেন কোচ সিসিল লান্ডি। পরবর্তীতে মূল্যায়ন শেষে চিলেসকে অতিরিক্ত .১০০ পয়েন্ট দেন বিচারকেরা। যার ফলে চিলেসের স্কোর ১৩.৬৬৬ থেকে ১৩.৭৬৬ হয়ে যায়।
এমন সিদ্ধান্তে ক্ষিপ্ত হন রোমানিয়ার কোচ। কারণ নিয়ম অনুযায়ী স্কোর প্রকাশের এক মিনিটের মধ্যে আবেদন করতে হয়। আর এই বিষয়ে রোমানিয়ার কোচ দাবি করেন যে , যুক্তরাষ্ট্রের কোচ নির্ধারিত সময়ের চার সেকেন্ড পর আবেদন করেছেন। তাই এই আবেদন বিচারকদের মেনে নেওয়া সঠিক হয়নি। তখন বিষয়টির সমাধান না হলেও পরবর্তীতে ক্যাস জানায়, রোমানিয়ার দাবিটিই সঠিক।
উল্লেখ্য, স্কোর যখন প্রথমবার প্রকাশ করা হয়, সেসময় রোমানিয়ার বারবোসু তৃতীয় স্থানে ছিলেন। তার স্কোর ছিল ১৩.৭০০। তবে .১০০ পয়েন্ট বেড়ে যাওয়ায় পঞ্চম স্থান থেকে সরাসরি ব্রোঞ্জ পদকের স্থানে চলে আসেন চিলেস। আর যে সিদ্ধান্ত মেনে নিতে পারেননি রোমানিয়া। এই রায়ের বিরুদ্ধে সুইস ট্রাইব্যুনাল বা মানবাধিকার সংক্রান্ত ইউরোপীয় আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সংস্থা।