চোট কাটিয়ে কবে ফিরবেন মেসি?
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া গোড়ালির চোট কাটিয়ে এখনও মাঠে ফিরতে পারেননি লিওনেল মেসি। যার ফলে ইন্টার মায়ামির জার্সিতে তার সার্ভিস পাচ্ছেন না কোচ টাটা মার্টিনো। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন মেসি, এবার সেই বিষয়ে মুখ খুললেন এই মায়ামি কোচ।
লিগস কাপে কলম্বাসের বিপক্ষে নকআউট ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে মায়ামিকে। এখন দলের সঙ্গে আনুষ্ঠানিক অনুশীলনেও যোগ দিতে পারেননি ৩৭ বছর বয়সী এই তারকা। যার ফলে এই টুর্নামেন্টে যে আর মেসির খেলার খুব একটা সম্ভাবনা নেই, তাও জানা মার্টিনোর।
মেসির সম্ভাব্য ফেরার তারিখ প্রসঙ্গে মায়ামি কোচ বলেন, ‘মেসি প্রত্যাশা অনুযায়ী উন্নতি করছে। তবে, কবে নাগাদ ফিরবেন সেটা বলা মুশকিল। আলাদাভাবে সে কাজ করছে। আশাকরি দ্রুতই তাকে আমরা ফিরে পাব। তবে, আমরা চাই সে পুরোপুরি সুস্থ হয়েই মাঠে ফিরুক।’
শুধু মেসি নয় তার পাশাপাশি চোটে আছেন দলের আরও কয়েকজন খেলোয়াড়। সেরা দলটা না পাওয়ায় ভুগছে ইন্টার মায়ামিও। মার্টিনোর আশা দ্রুত সবাইকে ফিরে পেয়ে সেরাটা উপহার দিতে পারবে তার দল, ‘মেসির না থাকাটা নানাভাবে প্রভাব ফেলেছে আমাদের ওপর। একই সময়ে চোটের জন্য নেই আরও কজন। তবে শুধু ওর (মেসি) না থাকাটাই বড় প্রভাব ফেলে। সবাই ফিরলে আশা করছি প্রতিদ্বন্দ্বিতা করার মতো ফুটবল খেলতে পারব আমরা। এখন লক্ষ্য হচ্ছে মেসিকে নিয়ে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি থেকে উত্তরণ করা।’