বাংলাদেশে হচ্ছে না টি-টোয়েন্টি বিশ্বকাপ
গত কয়েকদিন ক্রিকেটাঙ্গনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলছিল আলোচনা। তারমধ্যে ছিল সংশয়। সেই শঙ্কা আজ সত্যিই হয়ে গেল। বাংলাদেশ থেকে সরে গেল নারী বিশ্বকাপ। আসন্ন নারী বিশ্বকাপ বসবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। আইসিসি এই তথ্য জানিয়েছে। তারা বলছে, আরব আমিরাতে হলেও বাংলাদেশই থাকবে আনুষ্ঠানিক আয়োজক।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) এক প্রতিবেদনে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজও একই তথ্য তুলে ধরেছে। ক্রিকবাজ জানিয়েছে, আইসিসির এক ভার্চ্যুয়াল বোর্ড মিটিংয়ে বাংলাদেশ থেকে বিশ্বকাপ আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা এ বিশ্বকাপ।
সরকার বদলের পর বাংলাদেশের ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বেশিরভাগ পরিচালকও আত্মগোপনে। সভাপতি নাজমুল হাসান পাপনের হদিস নেই। এ ছাড়া ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যাওয়ার শঙ্কা জাগে। এমনকি বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা উচিত নয় বলেও মন্তব্য করেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি।
অ্যালিসা হিলি বলেছিলেন, ‘এ মুহূর্তে সেখানে (বাংলাদেশে) একটা ক্রিকেট ইভেন্ট চলা এবং যে দেশ সত্যিই ভুগছে—তাদের পুঁজি নিয়ে অন্য জায়গায় (বিশ্বকাপে) ব্যবহারের ব্যাপারটি আমার কাছে কঠিন মনে হচ্ছে। যেসব মানুষ মারা যাচ্ছে, তাদের সহায়তায় এখন সবাইকে প্রয়োজন।’