সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে : ফারুক আহমেদ
নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে আজ বুধবার (২১ আগস্ট) দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ। সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক স্থলাভিষিক্ত হয়েছেন সদ্য সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের। দায়িত্ব পেয়ে বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির নতুন প্রধান।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে নিজের স্বপ্নের কথা জানান ফারুক। ক্রিকেটের উত্থানে যেমন সাক্ষী ছিল গণমাধ্যম, ছিল পতনেও। আলোচনা-সমালোচনা চলে সবসময়ই। তবে, কখনও কখনও সামান্য জিনিস নিয়ে অহেতুক চর্চা হয়। সেসব যেন না হয়, সেই ব্যাপারে ক্রীড়া সাংবাদিকদের অনুরোধ করেন ফারুক। জানান, সমালোচনা করতে মানা নেই। সেটি যেন গঠনমূলক হয়। সমালোচনা নেওয়ার ক্ষমতা তার আছে।
বিসিবির নতুন সভাপতি বলেন, ‘আপনারা আলোচনা-সমালোচনা অবশ্যই করবেন। আপনাদের কলম যেন সবসময় চলে। তবে, সেসব গঠনমূলক হওয়া চাই। এতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা বুঝতে পারব। সমালোচনা না হলে কিন্তু কোনো জিনিস কখনোই ভালোর দিকে যায় না। অনেক সময় দেখা যায়, ছোট ঘটনা নিয়ে অনেক বেশি কথা হয়, যেসবের কোনো প্রয়োজন নেই। আপনারা আমার সমালোচনাও করতে পারেন। সমালোচনা নেওয়ার ক্ষমতা আমার আছে। কিন্তু তা যেন গঠনমূলক হয়, সেদিকে খেয়াল রাখবেন।’
এর আগে দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম লক্ষ্য নিয়ে ফারুক বলেন, ‘লক্ষ্য তো অনেক বড়। প্রথম ও প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি করা, মুখ উজ্জ্বল করা। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটকে একটা জায়গায় দেখতে চাই। এটা অনেক বড় একটা ব্যাপার। অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে। অনেকদিন ধরে কাজ হয়েছে, হয়নি, এটা নিয়ে প্রশ্ন আছে। এখন প্রধান কাজ হচ্ছে, ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা যেন অন্যদিকে মনোযোগ না নিই। তাহলে খেলা হিসেবে ক্রিকেট ও দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে।’