বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাসের পদত্যাগ
সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পরিকল্পনা সাজানোর সময়ে পদত্যাগ করলেন বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ নিক পোথাস। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে পোথাস নিজেই জানিয়েছেন চাকরি ছাড়ার কথা।
২০২৬ সালের মার্চ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল পোথাসের। এক বছরের বেশি সময় আগে সরে দাঁড়ালেন পারিবারিক কারণ দেখিয়ে। ২০২৩ সালে বাংলাদেশের কোচিং প্যানেলে যোগ দিয়েছিলেন সাবেক দক্ষিণ আফ্রিকা তারকা পোথাস।
৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন। এবার আনুষ্ঠানিকভাবে শেষ করলেন বাংলাদেশ অধ্যায়।
ইনস্টাগ্রামে পোথাস বলেন, ‘সব ভালো জিনিসের শেষ আছে। এই ব্যাপারটাও তেমন। বাংলাদেশের মানুষজনের সঙ্গে আমার অনেক ভালো মুহূর্ত কেটেছে। এখন এটি অতীত। পরিবারের সঙ্গে ভালো কিছু সময় কাটাতে চাই। বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক অনেক শুভকামনা।’
এর আগে ২০১৭-১৮ মৌসুমে শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন পোথাস। এছাড়া, ২০১৮-১৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের হেড কোচ ছিলেন তিনি। প্রধান কোচের দায়িত্ব ছাড়াও ক্যারিবীয়দের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের ভূমিকায় দেখা গিয়েছিল পোথাসকে।