বন্যার্তদের বাঁচান, ফেনী থেকে আকুতি সাইফউদ্দিনের
ভয়াবহ বন্যার কবলে পড়েছেন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ দেশের অন্তত দশটি জেলার লাখ লাখ মানুষ! এ বন্যায় মানুষ, গৃহপালিত পশু-পাখিকে নিরাপদে সরিয়ে নিতে অবর্ণনীয় কষ্ট করতে হচ্ছে উদ্ধারকর্মীদের। বিশেষ করে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ফেনীতে। সেখান থেকেই বন্যার্তদের বাঁচানোর আকুতি জানিয়েছেন ক্রিকেটার সাইফউদ্দিন।
দেশের মানুষের এমন কষ্টে কার না মন কাঁদবে! বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটারও সে কষ্টের কথা জানিয়েছেন ফেসবুকে। এবার ক্রিকেটার সাইফউদ্দিনও সেই তালিকায় যোগ দিলেন। গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওতে সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন ফেনীর এই ক্রিকেটার।
ভিডিওতে সাইফউদ্দিন বলেন, ‘পুরো ফেনী শহর বিদ্যুতহীন। আমি অনেক চেষ্টার পর কিছুটা মোবাইল চার্জ করতে পারলাম। অনেকে হয়তো ঢাকা থেকে যোগাযোগ করার চেষ্টা করছেন, তবে পারছেন না। সত্যিই খুব খারাপ অবস্থা ফেনীতে। আপনারা চেষ্টা করবেন কিছু করার জন্য। সবাই দোয়া করবেন।’
এছাড়াও ভিডিওর ক্যাপশনে সাইফউদ্দিন লেখেন, ‘আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে ঐরকম রেস্কিউটিম বা খাবার বন্যা কবলিত মানুষদের পাশে দেখিনি চোখে পড়েনি এই যে সত্যি অনেক দুঃখজনক । সেভ ফেনী । আমার গ্রাম এর বাড়ি তে অনেক আত্মীয় আটকে পড়ে আছে।’
এই মুহূর্তে দেশের বেশ কয়েকটি জেলা বন্যার কবলে পড়ায় দুর্ভোগের মধ্যে পড়েছেন লাখ-লাখ মানুষ। পরিস্থিতি বিবেচনায় বন্যার্তদের পাশে প্রতিটি মানুষের দ্রুতই দাঁড়ানো উচিত বলে মনে সাইফউদ্দিন ছাড়াও মুশফিক, তাসকিনদের মতো জাতীয় দলের ক্রিকেটাররা।