জয়ের আগের রাতে শান্তকে যা বলেছিলেন স্ত্রী
রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ার দিনে ২৭ বছরে পা রেখেছেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে প্রথম জয়ের ঐতিহাসিক দিনটি তাই আরও রঙিন হয়ে ওঠে তার জন্য। একদিকে নিজের বিশেষ দিন, অন্যদিকে দলেরও বিশেষ দিন। যার নেতৃত্ব দিয়েছেন তিনি। এর চেয়ে সুন্দর জন্মদিন হয়তো আর হতো না। ম্যাচ জয়ের আগের দিন রাতে (২৪ আগস্ট) শান্তর স্ত্রীও একই কথাই বলেছিলেন।
ম্যাচ জয়ের পর সেই কথাই শেয়ার করলেন বাংলাদেশ অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জয়ের পর শান্ত বলেছেন, “দিনটি এর চেয়ে ভালো তো আর হতে পারত না! এটা খুবই স্পেশাল। গত রাতে আমার স্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল। সে বলছিল, ‘কালকে জিততে পারলে তোমার জন্য দিনটি খুব ভালো হবে।’ সৌভাগ্যবশত আমরা আমরা জিততে পেরেছি।”
সংবাদ সম্মেলনে শান্ত বলেছেন, ‘গত এক মাস আমাদের খুব কঠিন সময় ছিল। এখনও কিছু সমস্যা সেখানে আছে। তবে বাংলাদেশে আমরা সবাই পরস্পরের পাশে থাকি এবং এই জয় তাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাবে। এজন্য আমরা খুশি এবং পরের ম্যাচেও এরকম কিছুর চেষ্টা করব।’
এর আগে কখনই পাকিস্তানের বিপক্ষে টেস্টে জিতেনি বাংলাদেশ। এবার সেই ইতিহাস গড়তেই পাকিস্তান গিয়েছেন বলে জানান শান্ত, ‘এটা অনেক বড় জয়। আমরা আগে কখনও এখানে জিততে পারিনি। তবে এবার সিরিজ শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল যে, আমরা পারব এবং সেটা সত্যিই বিশ্বাস করেছি। সবাই বিশ্বাস করেছে যে, এবার স্পেশাল কিছু করা সম্ভব এবং সেটাই হয়েছে।’