ঐতিহাসিক জয়ের কৃতিত্ব যাদের দিলেন শান্ত
সাদা পোশাকে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। বিশেষ করে বিদেশের মাটিতে তো বড় দলের বিপক্ষে সেই অর্থে জয় নেই বললেই চলে। তবে, এবার সেই পরিসংখ্যান বদলালো নাজমুল হোসেন শান্তর দল। একটা সময় টেস্ট ফরম্যাটের শীর্ষসারির দল পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে জিতল ঐতিহাসিক এক সিরিজ। এমন স্মরণীয় জয়ের পর পুরো দলকে কৃতিত্ব দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদান অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এমন মুহূর্ত আসলে ভাষায় প্রকাশ করার মতো না। দলের সবাই যেভাবে খেলেছে তা দুর্দান্ত। শুরুতে জাকিরের আগ্রাসন ম্যাচের মোমেন্টাম আমাদের দিকে নিয়ে আসে। সাদমানও দারুণ ছিল। আমাদের মিডল অর্ডার নিজেদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। এটি খুবই গুরুত্বপূর্ণ দিক। মাঠের বাইরে সবার কঠোর পরিশ্রম ছিল চোখে পড়ার মতো। কোচের সঙ্গে আলাপ, পরিকল্পনা সাজানো, খেলোয়াড়দের উদ্দীপনা—সবকিছুই জিততে সাহায্য করেছে। সামনে ভারতের বিপক্ষে সিরিজ। আশাকরি, আগামী দিনেও জয়ের এই সংস্কৃতি গড়ে উঠবে আমাদের মধ্যে।‘
উল্লেখ্য, চলমান সময় খুব একটা ভালো যাচ্ছে না পাকিস্তানের। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর থেকে দলটিতে নেই আন্তর্জাতিক শিরোপা। নিজেদের মাঠে এমন লজ্জা এর আগে কেবল একবারই হয়েছিল পাকিস্তানের ক্রিকেটে। সেটাও ঠিক দুই বছর আগে।