বাংলাদেশের জয়ের পর যা বললেন মাশরাফী
সাদা পোশাকে গত ২৪ বছরের ইতিহাস খুব একটা ভালো নয় বাংলাদেশের। পাকিস্তান সফরে যাওয়ার আগেও এই সফর নিয়ে ছিল না এতটা প্রত্যাশা। দেশের যখন টালমাটাল অবস্থায় তখন পাকিস্তানে টেস্ট খেলতে উড়াল দেন নাজমুল হোসেন শান্তরা।
এমন চাপের মুখে থেকেই পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দুটিতে জিতে গেল বাংলাদেশ। প্রথমবার তাদের মাটিতে জিতল ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ।
এমন জয়ের পর সোশ্যাল মিডিয়াতে অভিনন্দনের বার্তায় ভাসছে বাংলাদেশ দল। সবার পাশাপাশি বাংলাদেশের জয়ের দিনে পোস্ট দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
নিজের ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানিয়ে মাশরাফী লিখেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়! অভিনন্দন বাংলাদেশ।’
এই পোস্টের সেই সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি। শুধু মাশরাফী নন সাবেক অনেক ক্রিকেটাররাই পোস্ট করেছেন বাংলাদেশের জয়ে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেই কেবল হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের নাম। তা ছাড়া পাকিস্তানের ঘরের মাঠে কেবল ইংল্যান্ডই পেরেছিল তাদের হোয়াইটওয়াশ করতে। ইংলিশদের পর এবার বাংলাদেশের কাছে একই লজ্জা পেলেন বাবর আজমরা।