সারে'র জার্সিতে অভিষেক দিনেই দুর্দান্ত সাকিব
ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ওয়ানে সারে’র হয়ে মাঠে নেমেছেন সাকিব আল হাসান। সমারসেটের বিপক্ষে চারদিনের ম্যাচটি শুরু হয়েছে আজ সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে। ক্লাবটির হয়ে নিজের অভিষেক দারুণভাবে রাঙালেন সাকিব। আগে ব্যাট করে ৩১৭ রানে অলআউট হয় সমারসেট। ইনিংসে চার উইকেট পান সাকিব।
সাকিব শুরুটা করেন টম অ্যাবেলকে দিয়ে। অর্ধশতকের দোরগোড়ায় দাঁড়িয়ে সাকিব আল হাসানের মুখোমুখি অ্যাবেল। নিজের ২২তম ওভারের তৃতীয় বল করতে এলেন সাকিব। ব্যাটে-বলে মেলাতে পারলেন না অ্যাবেল। ৪৯ রানে বোল্ড হয়ে ফিরলেন সাজঘরে। সাকিব পেলেন সারে’র জার্সিতে নিজের প্রথম উইকেটের দেখা।
এরপর আরও তিন উইকেট নেন সাকিব। প্রথম ইনিংসে মোট ৩৩.৫ ওভার বল করে সাতটি মেডেনসহ ৯৭ রান খরচায় চার উইকেট পান সাকিব। অ্যাবেলের পর বোল্ড করেন ক্যাসি আলড্রিজকে। লেগবিফোরের ফাঁদে ফেলে আউট করেন ব্রেট রানডেলকে। আর সাকিবের বলে স্ট্যাম্পড হন ক্রেইগ ওভারটন।
ইংল্যান্ডের টনটনের দ্য কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে টস হেরে বোলিংয়ে নামে সারে। সাকিবের বোলিং নৈপুণ্যে প্রথমদিনেই অলআউট হয় সমারসেট। দলের পক্ষে বাংলাদেশি এই অলরাউন্ডারই পান সর্বোচ্চ উইকেট।
দ্বিতীয় সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন ড্যানিয়েল ওরাল। বাংলাদেম সময় আগামীকাল বিকেল সাড়ে ৩টায় প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামবে সারে।