বোনাসের কিছু অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন শান্তরা
পাকিস্তানে ইতিহাস গড়া ক্রিকেটাররা নিজেদের বোনাসের অর্থ বুঝে পেয়েছেন। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ৩ কোটি ২০ লাখ টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বোনাস থেকে একটা অংশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে দেবেন নাজমুল হোসেন শান্তরা।
বোনাসের অর্থ ক্রিকেটারদের বুঝিয়ে দেওয়ার পর খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ। অনুষ্ঠান শেষে তিনি গণমাধ্যমকে বলেছেন, ‘আপনারা সবাই জানেন আজকে ক্রিকেট বোর্ডের অনুষ্ঠানটি ছিল যেটায় আমরা অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টাকে আমন্ত্রণ করেছিলাম। উনি ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে দেখা করতে চেয়েছেন সেটা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের চুক্তিতে একটি উইনিং বোনাস আছে। ওইটা আজকে আমরা তাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একটা কথা মাথায় রাখতে হবে, এই সময়টা খুব লড়াইয়ের। একটা বন্যা গেল, ছাত্র-জনতার যুদ্ধে আহত হয়ে অনেকে লড়াই করছে। তাদের সবার প্রতি আমাদের সহমর্মিতা আছে। আমাদের সাথে ক্রিকেটারদের কথা হয়েছে। অধিনায়ক বলেছেন, তারা তাদের বোনাসের একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে দেবেন। তা ছাড়া এই বোনাসটা তাদের পরবর্তীতে উৎসাহ যোগাবে।’
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর ক্রিকেটারদের বোনাস দেওয়ার ব্যাপারটি অনুমিতই ছিল। অপেক্ষা ছিল হাতে বুঝে পাওয়ার। অবশেষে আজ বোনাসের টাকা বুঝে পেয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের তিন কোটি ২০ লাখ টাকা বোনাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সঙ্গে ছিলেন বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।
বালাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন মুহূর্ত খুব কমই এসেছে। এর আগে দেশের বাইরে ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে ভালো করলেও টেস্টে সেভাবে সামর্থ্যের প্রমাণ দেখাতে পারেননি ক্রিকেটাররা। এবার পাকিস্তানের মাটিতে সেই আক্ষেপ মিটিয়েছেন শান্তরা। পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে তারা, যা দেশের ক্রিকেটে অন্যতম সেরা সাফল্য। এমন সাফল্যে মোটা অঙ্কের বোনাস পেলেন ক্রিকেটাররা।
ইতিহাস গড়ে দেশে ফেরা ক্রিকেটারদের পুরস্কৃত করতে আনুষ্ঠানিকতার কোনো কমতি রাখেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ তুলে দেওয়া হলো বড় অঙ্কের অর্থ পুরস্কার।