সবসময় চাপমুক্ত থাকার রহস্য জানালেন মিরাজ
প্রায় আট বছর ধরে বাংলাদেশ জাতীয় দলে আছেন মেহেদী হাসান মিরাজ। দীর্ঘ এই যাত্রায় নিজেকে প্রমাণ করেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে। লম্বা সময়ে ফর্মহীনতায় খুব একটা বাদ পড়তে দেখা যায়নি তাকে। দিনে দিনে বরং ভরসার জায়গাটা তৈরি করেছেন তিনি। সর্বশেষ ঐতিহাসিক পাকিস্তান সফরেও হয়েছেন সিরিজ সেরা।
অনূর্ধ্ব-১৯ দলে বাংলাদেশের অধিনায়কত্ব করা মিরাজের সুনাম আছে নির্ভার ক্রিকেটার হিসেবে। পরিস্থিতি যা-ই হোক, চাপ নেন না সেভাবে। ঠান্ডা মাথায় চেষ্টা করেন তা সামলানোর। যে কোনো পরিস্থিতিতে নিজেকে নির্ভার রাখতে পারার গুণ সবার থাকে না। কীভাবে এই গুণ আয়ত্ব করলেন মিরাজ? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়মিত পডকাস্ট শোতে নিজেই জানালেন এই রহস্য।
বাংলাদেশ ক্রিকেট দলের অফিসিয়াল ফেসবুক পেজে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত হয় পডকাস্টটির আরেক পর্ব। যাতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে অতিথি হিসেবে আসেন মিরাজ। সেখানেই বাংলাদেশ দলের অলরাউন্ডার মিরাজ জানালেন, ক্রিকেটে দীর্ঘদিন ধরে নানা ধাপ পার হওয়ার সময়টাতে নিজেকে নির্ভারভাবে গড়ে তুলেছেন তিনি।
মিরাজ বলেন, ‘ছোটবেলা থেকেই ইতিবাচক থাকার বিষয়টি আয়ত্ত করেছি। বয়সভিত্তিক দলে এত ভালো ট্রেনিং পেয়েছি, এমন কিছু পরিস্থিতি সামলেছি, তখন থেকেই এটি আয়ত্তে চলে আসে। আমি অনূর্ধ্ব-১৫ খেলেছি, বয়সভিত্তিক দলগুলোতে খেলেছি, এইচপি দলে খেলেছি। একেক দলে একেক রকম অনুভূতি আসে, পরিস্থিতি তৈরি হয়। জাতীয় দলে আসার পর আরেক অনুভূতি হবে। প্রতিটি পর্যায়েই আসলে ভিন্নতা থাকে। সেই সময়গুলোতে আমি শিখেছি কীভাবে চাপের মুখে শান্ত থাকতে হয়, নিজেকে ধরে রাখতে হয়।’