প্রথম টেস্টে ভারতের একাদশ যেমন হতে পারে
আর একদিনের অপেক্ষা। এরপরই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত দুদল। এখনও আনুষ্ঠানিকভাবে না জানালেও কারা থাকতে পারেন ভারতের একাদশে, তার ইঙ্গিত মিলেছে।
গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতের অনুশীলন দেখে একাদশ কেমন হতে পারে, সেই বিষয়ে একটি ধারণা দিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো। অনুশীলনে ব্যাটার বিরাট কোহলিকে লম্বা সময় ধরে নেটে ব্যাটিং করতে দেখা গেছে। তার পাশের নেটেই ছিলেন আরেক ব্যাটার যশস্বী জয়সওয়াল।
এসময় বোলিংয়ে দেখা যায় জাসপ্রিত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনকে। এর কিছুক্ষণ পরই রোহিত শর্মা, শুভমান গিল ও সারফারাজ খানকে একে একে ব্যাট করতে দেখা যায়। এরপর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, উইকেরক্ষক ব্যাটার রিশাভ পন্থ, পেসার মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ব্যাট হাতে নিজেদের ঝালিয়ে নেন।
সবমিলিয়ে স্কোয়াডে ১৬ ক্রিকেটার থাকলেও ১১ ক্রিকেটারের ওপর বাড়তি নজর দিতে দেখা যায় কোচিং স্টাফের সদস্যদের। পুরো অনুশীলনেই বাউন্সি বোলিংয়ের বিপক্ষে খেলতে দেখা যায় তাদের। চেন্নাইয়ে এ বার যথেষ্ট পরিমাণে বাউন্স থাকার কথা বলা হলেও, তিন পেসারে খেলার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে বুমরাহ এবং সিরাজ হতে পারেন দুই পেসার। সঙ্গে অশ্বিন, জাদেজা এবং কুলদীপ হতে পারেন তিন স্পিনার। অক্ষর প্যাটেলকে বসতে হতে পারে। আর ব্যাটিংয়ে সারফারাজের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। আর ধ্রুব জুরেলের জায়গায় ফিরছেন রিশাভ পন্থ।
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, সারফারাজ খান, রিশাভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ।