প্রস্তুত একাধিক পিচ, বাংলাদেশকে চমকে দেবে ভারত?
আর কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজ। সাদা পোশাকের বনেদি লড়াইয়ের আগে আলোচনায় চেন্নাইয়ের উইকেট। স্পিন না পেস নির্ভর কেমন উইকেট হবে প্রথম টেস্টে, তা নিয়েও বেশ আলোচনা হচ্ছে। অবাক করার মতো বিষয় হলো, একটি নয় বাংলাদেশের জন্য একাধিক পিচ প্রস্তুত রেখেছে স্বাগতিকরা।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকরা এমনটাই জানিয়েছেন। দেখা যাচ্ছে দুটো পিচ প্রস্তুত করা আছে। ধারণা করা হচ্ছে দুটো পিচের আচরণ দুই রকম হতে পারে। যার একটি স্পিন সহায়ক অন্যটি পেস সহায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রশ্ন হলো একাধিক পিচ রাখার কারণ কি? হয়তো প্রতিপক্ষকে কিছুটা ধোঁয়াশায় রাখতেই এমন কৌশল স্বাগতিকদের। গত কয়েকদিনের অনুশীলন সেশন দেখে বোঝা যাচ্ছে চেন্নাইতে লাল মাটির উইকেট থাকতে পারে। এই ধরণের উইকেটে অনেক বাউন্স থাকে। বাউন্স থাকায় পেসারদের সহায়তার পাশাপাশি স্পিনাররা বড় ভূমিকা রাখতে পারেন।
সাধারণত খেলে কালো মাটির উইকেটে খেলে বাংলাদেশ। যেটা মূলত হয় নিচু বাউন্স ও মন্থর। সেক্ষেত্রে চেন্নাইতে দেখা মিলবে গতি ও বাড়তি বাউন্সের। এসব বিষয় মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে ৩ স্পিনার নিয়ে একাদশ সাজাবে স্বাগতিক ভারত। বাংলাদেশের জন্যও একাদশ সাজানো রীতিমত চ্যালেঞ্জ।
বোলিং আক্রমণে বাংলাদেশের চেয়ে এগিয়ে ভারত। বুমরাহ-সিরাজদের দুর্দান্ত ছন্দ বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ। ২০১৯ সালে সর্বশেষ ভারত সফরেও পেসারদের কাছেই হার মানতে হয়েছিল বাংলাদেশকে। সেই সময় দুই টেস্টের ৩৫টি উইকেটই নিয়েছিলেন পেসাররা। সেই, পরিসংখ্যানও মাথায় রাখতে হচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।