হোয়াইটওয়াশের প্রভাব পয়েন্ট টেবিলেও, পেছাল বাংলাদেশ
ভারত সিরিজ শুরুর আগে ও পরের চিত্র সম্পূর্ণ আলাদা। আত্মবিশ্বাসে বলীয়ান বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ছিল ভারতকে হারানোর ভরপুর উদ্যম। সিরিজ শেষে বদলে গেল চিত্র। দুই ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হওয়া বাংলাদেশ পিছিয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়েও।
পাকিস্তানকে সিরিজ হারিয়ে ভারতে যায় বাংলাদেশ। তখন পয়েন্ট টেবিলে শান্ত-মিরাজদের অবস্থান ছিল তিন নম্বরে। ভারতের কাছে চেন্নাইয়ে প্রথম টেস্ট হারের পর বাংলাদেশ নেমে যায় ছয় নম্বরে। কানপুর টেস্টের পর হয়েছে আরও অধঃপতন। বাংলাদেশ নেমে গেছে সাতে।
এক ধাপ নেমে সাতে থাকা বাংলাদেশের পার্সেন্টেজ পয়েন্ট এখন ৩৪.৩৮। চ্যাম্পিয়নশিপের চলমান চক্রে আট ম্যাচ খেলে শান্তরা জিতেছে তিনটি, বাকি পাঁচটি হার। বাংলাদেশের সমান আট ম্যাচে তিন জয় ও পাঁচটি হার নিউজিল্যান্ডেরও। তবে, ছয়ে থাকা কিউইদের পয়েন্ট বাংলাদেশের চেয়ে তিন বেশি। শান্তদের পয়েন্ট যেখানে ৩৩, কিউইদের ৩৬।
যথারীতি শীর্ষে আছে ভারত। ১১ ম্যাচে আট জয় তাদের। হেরেছে দুটি, ড্র এক ম্যাচে। পয়েন্ট ও পার্সেন্টেজ পয়েন্ট, দুটিতেই তারা এগিয়ে। ভারতের পয়েন্ট ৯৮, পার্সেন্টেজ ৭৪.২৪। ৬২.৫০ পার্সেন্টেজ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়নশিপের এই চক্রে অসিরা ম্যাচ খেলেছে ১২টি।