দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ লঙ্কান ক্রিকেটার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/03/jayawikrama-afp.jpg)
শ্রীলঙ্কান ক্রিকেটার প্রবীণ জয়াবিক্রমকে সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। ফিক্সিংয়ের চেষ্টা, তদন্তে সহায়তা না করাসহ আরও কয়েকটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। নিজেদের প্রতিবেদনে আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) এমন তথ্য দিয়েছে এএফপি।
২০২১ সালে লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে জয়াবিক্রমের বিপক্ষে। আরও অভিযোগ ওঠে, আরেকজন ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন জয়াবিক্রম। নিজের ফোন থেকে ফিক্সিংয়ের কথোপকথনও ডিলিট করেছেন তিনি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2024/10/03/inner_2.jpg)
সবকিছু মিলিয়ে গত আগস্টে জয়াবিক্রমের বিরুদ্ধে তদন্ত শুরু করে আইসিসি। তাদের তদন্ত চলাকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য দিয়ে সহায়তা করেননি ২৬ বছর বয়সী এই স্পিনার। যা আরও বাড়িয়ে দেয় সন্দেহের তীর। অবশেষে, একাধিক অভিযোগ প্রমাণিত হওয়ায় ও আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় নিষিদ্ধই হলেন জয়াবিক্রম।
২০২২ সালের জুন থেকে জাতীয় দলের বাইরে জয়াবিক্রম। ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে সাদা পোশাকে অভিষিক্ত জয়াবিক্রম তিন ফরম্যাটেই শ্রীলঙ্কার জার্সিতে খেলেছেন পাঁচটি করে আন্তর্জাতিক ম্যাচ।