ট্রফি জেতাই কি সব? যা বললেন মাহমুদউল্লাহ
বাংলাদেশ ক্রিকেটে অবসান হতে চলেছে মাহমুদউল্লাহ অধ্যায়ের। টেস্ট ছেড়েছেন আগেই, গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) ঘোষণা দেন টি-টোয়েন্টি থেকে অবসরের। ভারতের বিপক্ষে চলমান সিরিজের পর এই ফরম্যাট থেকে থামবেন তিনি। রইল বাকি ওয়ানডে। সেটি চালিয়ে যাবেন আরও কিছুদিন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে অনেক রেকর্ডই মাহমুদউল্লাহর দখলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করা, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচে জয় এনে দেওয়া, সবচেয়ে বেশি ক্যাচ নেওয়া—তালিকাটা দীর্ঘ। ১৭ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের সর্বোচ্চটা দিয়েই লড়াই করেছেন তিনি। বিদায় বেলায় তাই আক্ষেপ নেই তার।
মাহমুদউল্লাহর আক্ষেপ না থাকলেও আফসোস আছে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। এত বছরেও একটি শিরোপা জিততে না পারার আফসোস থাকাটাই স্বাভাবিক। তবে, ট্রফি জেতাকেই সবকিছু মনে করেন না মাহমুদউল্লাহ। তার মতে, ট্রফি জেতাই যদি একমাত্র মানদণ্ড হয়, তাহলে বিশ্বের অনেক কিংবদন্তি ক্রিকেটারকেই কিংবদন্তি বলা হতো না।
বিদায়ের ঘোষণা দেওয়ার সময় গতকাল সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন—‘ট্রফি নেই এটা তো অবশ্যই খারাপ লাগার কথা। তবে, আমি বলব না যে আমাদের কোনো অর্জন নেই। এটা আমি মানতে রাজি না। যদি ট্রফি জেতাই বেঞ্চমার্ক হয়, তাহলে ক্রিকেটের অনেক লিজেন্ডারি ক্রিকেটারকেই হয়তো লিজেন্ড বলা হতো না। এটা আমার চিন্তাভাবনা।’