টিকে থাকার ম্যাচে বাংলাদেশ একাদশে এক পরিবর্তন
প্রথম টি-টোয়েন্টিতে যেভাবে ভারতের কাছে ধরাশয়ী হয়েছে, তাতে করে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন হয়েই যাবে বাংলাদেশের। তবুও আশাবাদী বাংলাদেশ, কেননা এই দিল্লিতেই আছে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি জয়ের সুখস্মৃতি। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে সিরিজে সমতায় ফিরতে মরিয়া নাজমুল শান্তর দল। দিল্লিতে টিকে থাকার ম্যাচের বাংলাদেশ একাদশে এসেছে পরিবর্তন।
আজ বুধবার (৯ অক্টোবর) ভারতের বিপক্ষে ম্যাচটির একাদশে শরিফুল ইসলামের পরিবর্তে আরেক পেসার তানজিম সাকিবকে নেওয়া হয়েছে। আর অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে ভারত। দ্বিতীয় ইনিংসে কিছুটা শিশির থাকতে পারে, সেই হিসেবে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পাঁচ বছর পর ফের ভারতের বিপক্ষে দিল্লিতে ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে না পারলে ম্যাচ জেতাতো দূরে থাক লড়াই করাও সম্ভব হবে না। এই ম্যাচের মধ্যে দিয়ে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের শেষের শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) এই ফিনিশার অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। সেই হিসেবে আজকের ম্যাচটিকে শেষের শুরু বলাই যায়।
এই ম্যাচটির পর অবসর থেকে আর মাত্র এক ম্যাচ দূরে থাকবেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার। এই সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হায়দরাবাদে এই ফরম্যাটের অধ্যায়ের ইতি টানবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার।
বাংলাদেশ একাদশ : লিটস দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : অভিষেক শর্মা, সানজু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নিতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও আর্শদীপ সিংহ।