পরবর্তী গন্তব্য কোথায়, মুখ খুললেন সাকিব
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বিদায়ী টেস্ট খেলতে আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফিরছেন সাকিব আল হাসান। গত দুদিন ধরেই বেশ জোরেশোরে শোনা যাচ্ছিল এমন কথা। তবে, হুট করেই বদলে গেল সব। আপাতত দেশে ফেরা হচ্ছে না সাকিবের। মূলত নিরাপত্তা শঙ্কা থাকায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, আপাতত দেশে ফেরা হচ্ছে না এই অলরাউন্ডার। এমনকি সাকিব তার পরবর্তী গন্তব্যের বিষয়েও নিশ্চিত নয়। তবে, আপতত দুবাইতেই অবস্থান করছেন তিনি।
কদিন আগে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছিলেন, সাকিবের দেশে আসা ও পরবর্তীতে দেশ ছেড়ে যাওয়া নিয়ে কোনো বাধা তিনি দেখছেন না। সাকিবের দেশে ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই অবশ্য নানা তৎপরতা চলছে ক্রিকেট অনুসারীদের মধ্যে। স্কোয়াড ঘোষণার বেশ আগে থেকেই তার দেশে ফেরা ঠেকাতে মিছিল, স্লোগানসহ নানা প্রতিবাদী কর্মসূচি দেখা গেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের আশেপাশে। তাদের প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে স্টেডিয়ামের দেয়ালে নানা লেখা আর গ্রাফিতির মাধ্যমেও।
উল্লেখ্য, বুধবার রাতেই জানা যায়, দুবাইয়ে যাত্রাবিরতিতে থাকা অবস্থায় সাকিবের দেশে ফেরা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে সাকিবকে আপাতত দেশের পথে উড়াল না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও বোর্ডের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানা যায়নি।