সাকিবকে দেশের মাটিতে খেলতে দেওয়া উচিত : সাব্বির
ছাত্র-জনতার প্রতিবাদের মুখে দেশের মাটিতে শেষ টেস্ট খেলা হলো না সাকিব আল হাসানের। দেশের উদ্দেশ্যে রওনা হলেও তাকে দুবাই থেকেই ফেরত যেতে হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন ক্রিকেটার সাব্বির রহমান। দেশের মাটিতেই সাকিবকে বিদায় দেওয়ার পক্ষে এই ক্রিকেটার।
আজ শনিবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে সাব্বির বলেন, ‘সাকিব ভাই বড় একজন ক্রিকেটার। উনি দেশকে রিপ্রেজেন্ট করছেন অনেকদিন ধরে। বলা যায় যে, উনি বিশ্ব দরবারে বাংলাদেশকে চিনিয়েছেন। তাই উনি যেটা চেয়েছেন- দেশের মাটিতে বিদায়, এটা অবশ্যই দেওয়া উচিত।’
অবশ্য, সাকিবকে নিয়ে গত কয়েকদিনে বেশ নাটকীয়তা হয়েছে। তিনি দেশে ফেরার উদ্দেশ্যে দুবাই আসেন ট্রানজিটের জন্য। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে সেখানেই অবস্থান করতে বলা হয়। একপর্যায়ে সাকিব নিজেই জানান, তার দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানো হচ্ছে না। সামগ্রিক পরিস্থিতিতে সরকারের উপর মহল থেকেই তাকে দেশে ফিরতে বারণ করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দলে সাকিবকে রেখেছিল বিসিবি। সাকিবও দেশের উদ্দেশে রওনা হয়েছিলেন। কিন্তু সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত আসার পর থেমে গেছেন। দেশে ‘নিরাপত্তাঝুঁকি আছে’ উল্লেখ করে সেখান থেকে দেশে আসবেন না বলে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাকিব। একটি সূত্র বলছে, তিনি দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্র ফিরে যাবেন।