অভিষিক্ত জাকেরকে নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
ঢাকা টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জাননোর কথা ছিল সাকিব আল হাসানের। সেটি হয়নি নিরাপত্তাজনিত কারণে। তা নিয়ে জল কম ঘোলা হয়নি। সাকিব না থাকলেও তার ভক্তরা থেমে নেই, মিরপুরে আন্দোলন করে চলেছেন। এতকিছুর পরও, সাকিবকে ছাড়াই শুরু হয়েছে ঢাকা টেস্ট।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সোমবার (২১ অক্টোবর) থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এ ম্যাচ দিয়ে সাদা পোশাকে অভিষিক্ত হয়েছেন জাকের আলী অনিক। দল থেকে বাদ পড়েছেন ওপেনার জাকির হাসান। বাংলাদেশ মাঠে নেমেছে মাত্র এক পেসার নিয়ে। একাদশে আছেন কেবল হাসান মাহমুদ। বোঝাই যাচ্ছে, স্পিনের ওপর ভরসা রাখছে স্বাগতিকরা।
ঘরের মাঠে বাংলাদেশের বোলিং আক্রমণে অলিখিত নেতৃত্ব তাই তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ওপর। মিরাজের কাঁধে থাকবে বাড়তি দায়িত্ব। সাকিব পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় অলরাউন্ডার তো তিনিই। তাইজুল-মিরাজদের সঙ্গে আছেন তরুণ নাঈম হাসান।
এদিকে টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমি আশা করি, ক্রিকেটাররা নিজেদের মেলে ধরবে। আমরা কন্ডিশন সম্পর্কে জানি। আমাদের চেনা পরিবেশ। প্রস্তুতিও ভালো। সবার পরিকল্পনা আছে ম্যাচ নিয়ে।’
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।