ওয়ানডে থেকে অবসরের সময় জানালেন নবি
আফগান ক্রিকেটে বড় নাম মোহাম্মদ নবি। লম্বা সময় ধরে দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে একদিন আগে পাওয়া জয়েও বড় ভূমিকা তার। সেই নবিই ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আগামী বছরের শুরুতে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় বলবেন অভিজ্ঞ এই আফগান ক্রিকেটার।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে খবরটি জানিয়েছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নসিব খান। এ ছাড়া সোশ্যাল মিডিয়াতে এসিবির পোস্ট করা এক ভিডিও বার্তায় নবি জানিয়ে দেন নিজের সিদ্ধান্তের কথা।
ক্রিকবাজকে এসিবির সিইও নসিব বলেছেন, চ্যাম্পিয়নস ট্রফির পর নবি ওয়ানডে থেকে অবসরে যাবেন এবং বোর্ডকে তিনি নিজের ইচ্ছের কথা জানিয়েছেন। কয়েকমাস আগেই তিনি আমাকে বলেছিলেন চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে ক্যারিয়ার শেষ করতে চায়। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।
ওয়ানডে ছাড়লেও নসিব মনে করেন টি-টোয়েন্টিতে নবিকে পাওয়া যাবে। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির পর আমি বুঝতে পারছি তিনি টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন। আপাতত এটাই তার পরিকল্পনা।’
২০০৯ সালে আফগানিস্তানের জার্সিতে ওয়ানডে অভিষেক হয় নবির। এরপর থেকে দেশটির বিশ্ব ক্রিকেটে জায়গা করে নেওয়ার গল্পে বড় ভূমিকা রেখেছেন নবি। গত ১৫ বছরে আফগানদের হয়ে এই ফরম্যাটে ১৬৫ ম্যাচ খেলে তিন হাজার ৫৪৯ রান করেছেন নবি। সেই সঙ্গে বল হাতে নিয়েছেন ১৭১টি উইকেট।