নাহিদের গতিতে মুগ্ধ বিশপ, বিসিবিকে যত্ন নেওয়ার বার্তা
বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম গতিময় পেসার কে? নির্ধিদ্বায় যে কেউ বলবে নাহিদ রানা। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ১৫০ কিংবা তার বেশি গতিতে বল করার সক্ষমতা রয়েছে তার। টেস্টের পর ওয়ানডে অভিষেকে গতির ঝড় তুললেন এই তরুণ ক্রিকেটার। নাহিদের এমন গতিতে মুগ্ধ জনপ্রিয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ। ভবিষ্যৎ বিবেচনায় এই পেসারের যত্ন নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
বাংলাদেশের কোনো পেসার ১৫০ বা তার বেশি গতিতে বল করবেন, এটা ছিল কল্পনাতীত। কিন্তু সেই অকল্পনীয় বিষয়কেই বাস্তব রূপ দিলেন নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ৫ ম্যাচে সাদা জার্সি গায়ে গতির ঝড় তুলেছিলেন এই ডানহাতি। এবার ওয়ানডেতে তুললেন গতির ঝলক।
আফগানিস্তানের বিপক্ষে গেল রাতে ১০ ওভারে ৪০ রান খরচায় দুই উইকেট নেন নাহিদ। তবে তার এই বোলিং ছাপিয়ে সবাই মজেছেন গতিতে। দর্শক থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধাদের মুখেও ঝরছে নাহিদের প্রশংসা।
সাধারণত চোটের কারণে বেশিরভাগ পেসারদের ক্যারিয়ার মাঝপথেই শেষ হয়ে যায়। রানার মতো পেসারদের সুস্থ রাখার পরামর্শ দিয়েছেন ইয়ান বিশপ।
বিসিবিকে যত্নবান হওয়ার বার্তা দিয়ে বিশপ বলেন, ‘বাংলাদেশকে সক্রিয় হতে হবে। সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়।’
এর আগে তাসকিন আহমেদও গতি দিয়ে এসেছিলেন আলোচনায়। তবে, একের পর এক চোটের কারণে পুরনো সেই গতি আর খুঁজে পাননি এই তারকা পেসার। তাই সঠিক যত্ন না নিতে পারলে তাসকিনের মতো পরিণতি হতে পারে রানার। এই পেসারকে নিয়ে কি ভাবনা বিসিবির, তা তো সময়ই বলে দেবে।