নাহিদের যত্ন নেওয়ার আশ্বাস বাংলাদেশ কোচের
নাহিদ রানা— দ্রুতগতিতে বোলিং করা এই পেসার দিনেদিনে পরিচিত হয়ে উঠছেন ‘চাপাইনবাবগঞ্জ এক্সপ্রেস’ নামে। শারজাহ'র মন্থর উইকেটে তৃতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন। একটি বলে তুলেছেন ১৫১ কিলোমিটার গতিও। যা ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ। গতির পাশাপাশি তার লাইন ও লেন্থও ছিল দারুণ। তার এমন বোলিংয়ের ভূয়সী প্রশংশা করেছেন অন্তবর্তী হেড কোচ ফিল সিমন্স।
নাহিদ রানার বিষয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ফিল সিমন্স বলেন, ‘আসলে আমি জিনিসটা যেভাবে দেখি তা হচ্ছে, গতি এমন একটা জিনিস যা আপনি বাজার থেকে কিনতে পারবেন না। আপনি কাউকে দ্রুত বোলিং করতে শেখাতে পারবেন না। ফলে তার মাঝে এই প্রতিভাটা রয়েছে। আমরা চেষ্টা করব যত বেশি সম্ভব এই এক্সাইটিং ট্যালেন্টের যত্ন নিতে। সেও দারুণ এক্সাইটিং ক্রিকেটার। অ্যাটিটিউড, বলের গতি সবকিছু মিলিয়েই। দারুণ লেগেছে তার খেলা দেখতে, চেষ্টা করে যাব তাকে গড়ে তুলতে।’
অবশ্য রানার এমন গতির ঝলক এই প্রথম নয়, এর আগে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঘণ্টায় ১৫২ কিলোমিটার বেগে বল করেছেন তিনি। গত বিপিএলে খুলনার জার্সিতে গতি দিয়ে নিজেকে আলাদাভাবে চিনিয়েছিলেন। এত কম বয়সে এমন গতির কারণে সর্বমহলে বেশ প্রশংসিত হচ্ছেন নাহিদ। তবে দীর্ঘ সময়ের জন্য সার্ভিস পেতে তার সঠিক পরিচর্যা করার বার্তা দিয়েছেন ইয়ান বিশপ থেকে শুরু করে রমিজ রাজার মতো ধারাভাষ্যকাররা।
আফগানিস্তানের বিপক্ষে গেল রাতে ১০ ওভারে ৪০ রান খরচায় দুই উইকেট নেন নাহিদ। তবে তার এই বোলিং ছাপিয়ে সবাই মজেছেন গতিতে। সেই শক্তির জায়গা ধরেই ডানা মেলতে চান আন্তর্জাতিক ক্রিকেটে। গতি আর আগ্রাসী মনোভাব নাহিদকে করেছেন সবার থেকে আলাদা।