চোটে তারকা ব্যাটার,পার্থ টেস্টের আগে দুশ্চিন্তায় ভারত
সম্প্রতি নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গেছে গত দুই আসরের রানার্সআপ ভারত। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অবিশ্বাস্য কিছু করার বিকল্প নেই রোহিতদের। এমন গুরুত্বপূর্ণ সিরিজ শুরুর আগেই বড়সড় ধাক্কাই খেল সফরকারীরা।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, ছন্দে থাকা টপ অর্ডার ব্যাটার শুভমান গিল অনুশীলনে চোট পেয়েছেন। এই চোটে পার্থে প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা নেই। গতকাল শনিবার (১৬ নভেম্বর) ওয়াকা স্টেডিয়ামে ম্যাচ সিনারিও অনুশীলনে স্লিপে ক্যাচ নিতে গিয়ে বাম হাতের বুড়ো আঙুল ফেটে যায় গিলের। স্ক্যান রিপোর্টে চিড় ধরা পড়েছে বলে জানা গেছে।
আনুষ্ঠানিকভাবে এখনো গিল ছিটকে না গেলেও এই অবস্থায় ২২ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা আসলে নেই। হুট করেই তার ছিটকে যাওয়া ভারতের জন্য বড় ধাক্কা। এমতবস্থায় খুব সম্ভবত যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করবেন লোকেশ রাহুল। তবে রাহুলও অনুশীলনে কনুইতে চোট পেয়েছেন। যদিও তার চোট গুরুতর নয়।
নিয়মিত ৩ নম্বরে ব্যাটিং করলেও গিলকে বিকল্প ওপেনার হিসেবেও বিবেচনায় রাখে ভারত। একদিন আগেই পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। এই সময় পরিবারকে সময় দিতে প্রথম টেস্টে দেখা যাবে না ভারতীয় অধিনায়ককে। প্রথম টেস্টের আগে অনন্ত আর কোনো দুঃসংবাদ শুনতে চাইছেন না ভারতীয় সমর্থকরা।