ব্রিসবেনে বৃষ্টি বাঁচিয়ে দিল ভারতকে
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খুব একটা স্বস্তিতে নেই ভারত। প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেও পরের দুই টেস্টে লড়াই করার সুযোগই পায়নি টিম ইন্ডিয়া। অ্যাডিলেইডের পর ব্রিসবেনেও হারের মুখে ছিল ভারত। তবে, বেরসিক বৃষ্টি বাঁচিয়ে দিয়েছে সফরকারীদের। নিশ্চিত জেতা ম্যাচে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো অসিদের।
ব্রিসবেন টেস্টে ড্র করে যে কতটা খুশি ভারত, তার দেখা মিলেছিল টেস্টের চতুর্থ দিন। প্রথম ইনিংসে ভারতের ফলোঅন এড়ানোয় বড় ভূমিকা ছিল পেসার আকাশদীপের। তার দারুণ ব্যাটিংয়ে ফলোঅন এড়িয়েই ড্রেসিংরুমে আনন্দে মেতে উঠেন কোহলি-রোহিতরা। যা বেশ সমালোচনার জন্ম দিলেও সিরিজে পিছিয়ে না পড়েই খুশি গৌতম গম্ভীরের শিষ্যরা।
অবশ্য পঞ্চম দিনে বৃষ্টির বাধায় বাকি ছিল প্রায় ৬০ ওভারের খেলা। দিনের শুরুতে এক উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামা ভারত থামে ২৬০ রানে। ১৮৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে অসিরা। অবশ্য এই ইনিংসে স্বাগতিকদের দাঁড়াতেই দেননি ভারতীয় পেসাররা। মাত্র ৮৯ রানের মাঝেই তুলে নেন সাত ব্যাটারকে। এমন পরিস্থিতেতে বৃষ্টি শুরু হলে বন্ধ হয়ে যায় খেলা। আর এই সুযোগ হাতছাড়া করেনি অস্ট্রেলিয়া।
ইনিংস ঘোষণা করেন প্যাট কামিন্স। যার ফলে ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রানের। শেষদিনে বড় লক্ষ্য তাড়া বেশ কঠিন। এর ওপর ছিল বৃষ্টির পূর্বাভাস। তাই ধীরেসুস্থে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় ওপেনাররা। ফের বৃষ্টি নামার আগে কোনো উইকেট না হারিয়ে ২.১ ওভারে স্কোরবোর্ডে ৮ রান তোলে ভারত।
পরবর্তীতে বৃষ্টি না থামায় ড্র মেনে নেয় দুদল। এই ড্রয়ে সিরিজে ১-১ সমত বজায় করছে। প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নেমে দ্যুতি ছড়ান দুই অসি ব্যাটার ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ। হেড ১৫২ ও স্মিথ ১০১ রান করেন। আর ভারতের হয়ে ৬ উইকেট নেন পেসার জাসপ্রিত বুমরাহ।