জমে উঠেছে পার্থ টেস্ট, অস্ট্রেলিয়াকে গুটিয়ে ভারতের লিড
জমে উঠেছে পার্থ টেস্ট। প্রথম দিনেই পড়েছে ১৭ উইকেট। সেই ধারা অব্যাহত আছে দ্বিতীয় দিনেও। প্রথম সেশনেই বাকি তিন উইকেট হারিয়েছে অসিরা। শেষদিকে মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডের কল্যাণে কোনোমতে একশ পার হয় স্বাগতিকদের। শেষ ব্যাটার হিসেবে স্টার্ক আউট হলে ১০৪ রানে থামে অসিরা। ৪৬ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে যায় ভারত।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ৪৯.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয়। জবাবে ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। ভারতের চেয়ে তারা পিছিয়ে ছিল ৮৩ রানে।
দ্বিতীয় দিনে নেমেই ফেরেন শেষ স্বীকৃত ব্যাটার আলেক্স ক্যারি। তাকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে পঞ্চম উইকেট শিকার করেন বুমরাহ। হারশিত এরপর দ্রুতই তুলে নেন ন্যাথান লায়নকে। ৭৯ রানে ৯ উইকেট হারিয়ে ১০০ এর নিচে থামার দিকে ছিল অজিরা। এরপর প্রতিরোধ গড়েন স্টার্ক। জস হ্যাজেলউডকে আরেক পাশে রেখে যোগ করেন ২৫ রান। তাদের দশম উইকেট জুটিতে একশো পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। স্বাগতিক দলকে গুঁড়িয়ে ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন এই ম্যাচে ভারতের অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। অভিষিক্ত হারশিত রানা ৪৮ রানে পেয়েছেন ৩ উইকেট।
এর আগে, টস জিতে ব্যাট ব্যাট করতে নেমে সকাল সকালই অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে পড়ে ভারতের ব্যাটাররা। দলীয় সংগ্রহ ৭৩ রানে যেতে না যেতেই তারা হারিয়ে বসে ৭ উইকেট। আট নম্বরে ব্যাট করতে নামা নিতিশ কুমারের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত তারা ১৫০ রান পর্যন্ত যেতে পারে। যা অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ইনিংসে ভারতের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।