বিতর্কে ভারতীয় ক্রিকেটার জাদেজা, কী ঘটেছিল প্রেস কনফারেন্সে?
ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। যার শুরুটা পেসার মোহাম্মদ সিরাজকে দিয়ে। অসি ব্যাটার ট্রাভিস হেডের সঙ্গে জড়ান বাকবিতণ্ডায়। শুধু মাঠে নয় মাঠের বাইরের কর্মকাণ্ডেও আলোচনায় ভারতীয় ক্রিকেটাররা। বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক নারী সাংবাদিককে শাসাতে দেখা যায় কোহলিকে। আর এবার সংবাদ সম্মেলনে বিতর্কের জন্ম দিলেন বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলেন জাদেজা। তাতেই বাধে বিপত্তি।
অস্ট্রেলিয়ান সাংবাদিকরা উপস্থিত থাকলেও জাদেজা পুরো প্রেস কনফারেন্সে কথা বলেন হিন্দিতে। ইংরেজিতে প্রশ্ন জিজ্ঞাসা করা হলেও তার উত্তর দেননি তিনি। যার ফলশ্রুতিতে প্রেস কনফারেন্স শেষ হওয়ার পরই বাড়ে উত্তেজনা। একজন অস্ট্রেলিয়ান সাংবাদিক ভারতীয় মিডিয়া ম্যানেজার মৌলিন পারিখের মুখোমুখি হন, প্রশ্ন করেন কেন ইংরেজিতে কোনও প্রশ্ন নেওয়া হয়নি।
পরবর্তীতে মিডিয়া ম্যানেজারের সেই ব্যাখ্যা ক্যামেরায় রেকর্ড করতে শুরু করেন অস্ট্রেলিয়ান ক্যামেরাপারসন। যা মোটেও পছন্দ হয়নি সফরকারীদের। বিষয়টি নিয়ে আপত্তি জানালে পরিস্থিতি প্রতিকূল হয়ে ওঠে। ভারতীয় সাংবাদিকরা সেই ক্যামেরাম্যানকে থামিয়ে উক্ত আলোচনার ভিডিওটি না প্রচারের জন্য আহবান জানান। বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ান গনমাধ্যম সম্মিলিতভাবে প্রতিবাদ জানিয়েছে।
উল্লেখ্য, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম তিন ম্যাচে ১-১ সমতায় দুই দল। ব্রিসবেন টেস্ট বৃষ্টির কারণে ড্র হওয়ায় সিরিজ নিষ্পত্তিতে পরবর্তী দুই ম্যাচে চোখ দুই দলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে বাকি দুই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কোহলিদের কাছে।