চেন্নাই না অন্য দল, মুস্তাফিজকে নেবে কারা?
প্রথমবারের মতো ২০১৬ সালে আইপিএল খেলার সুযোগ পান মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি পেসার এরপর দল বদলেছেন চারবার। খেলেছেন মোট পাঁচটি দলে। সানরাইজার্স হায়দরাবাদে শুরু হওয়া যাত্রা, সর্বশেষ মৌসুমে শেষ হয় চেন্নাই সুপার কিংসে (সিএসকে) গিয়ে। এর মাঝে মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে নিজের ঠিকানা খুঁজে নেন মুস্তাফিজ।
গত আসরে চেন্নাইয়ের জার্সিতে নিজেকে নতুন রূপে পান মুস্তাফিজ। বাংলাদেশি এই পেসার মহেন্দ্র সিং ধোনির সান্নিধ্যে এসে আলো ছড়ান টুর্নামেন্টে। ৯ ম্যাচে নেন ১৪ উইকেট। তবু, তাকে ধরে রাখেনি চেন্নাই। সৌদি আরবের জেদ্দায় আজ রোববার (২৪ নভেম্বর) শুরু হতে যাওয়া মেগা নিলামের আগে ফিজকে ছেড়ে দেয় সিএসকে।
নিলামের আগে তাই কৌতূহল, এবার কোন দলে যাবেন মুস্তাফিজ? যদিও, সর্বোচ্চ ছয়জন খেলোয়াড় ধরে রাখার নিয়ম থাকায় বাঁহাতি এই পেসারকে ছেড়ে দিয়েছে চেন্নাই, সম্ভাবনা আছে নিলামে ফের তাকে দলে ভেড়ানোর। গত মৌসুমে আইপিএলের সফলতম দলটি ফিজকে বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছে। বিশেষত, চেন্নাইয়ের ঘরের মাঠ চিপকের মন্থর উইকেটে ফিজ ছিলেন অসাধারণ। এখানে ছয় ম্যাচে নেন ১১ উইকেট।
বাংলাদেশি এই পেসারকে দলে নেওয়ার আগে একটাই অসুবিধা। আইপিএলে আগামী মৌসুম চলবে ২০২৫ এর ১৪ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত। একই সময়ে জিম্বাবুয়ে ও পাকিস্তানের বিপক্ষে দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। গতবারও মুস্তাফিজকে পুরো মৌসুমের জন্য পায়নি চেন্নাই। বাংলাদেশের সিরিজ দুটি ঠিকঠাক হলে এবারও সেই শঙ্কা থাকবে। সবমিলিয়ে মুস্তাফিচজকে চেন্নাই নেয় না কি অন্য কোনো দল, সেটি দেখার পালা।