ইতিহাস গড়ে আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব
কদিন আগেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়েছিলেন। ভারতের ‘বিস্ময় বালক’ খ্যাত এই ব্যাটারের নাম বৈভব সূর্যবংশী। বয়স মাত্র ১৩। এই বয়সেই দল পেলেন আইপিএলে। যা নতুন এক ইতিহাস বটে।
আইপিএলে নিলামে নাম লিখিয়ে আগেই রেকর্ড তৈরি করেন বৈভব। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে নাম লেখান এই ক্রিকেটার। তাকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এতে দলটির খরচ হয়েছে ১ কোটি ১০ লাখ রুপি।
৩০ লাখ ভিত্তিমূল্য থেকে শুরু। এরপর সেটা মিনিটের মধ্যেই পেরিয়ে যায় ৬০-৭০ লাখের ঘর। ১ কোটির ঘরে যখন গেল বৈভবের বিড, তখন দর্শকসারি থেকেও আসছিল অভিবাদনের উল্লাস। শেষ পর্যন্ত দিল্লিকে সরিয়ে ১ কোটি ১০ লাখ রুপিতে রাজস্থানের গোলাপি শিবির দলে নিল বৈভব সূর্যবংশীকে।
১৩ বছর বয়সী এই কিশোর ইতোমধ্যেই খেলেছেন ভারতের অনূর্ধ্ব–১৯ টেস্ট দলে। সাদা পোশাকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে করেছেন ৫৮ বলে সেঞ্চুরি। যা যুব টেস্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এই সেঞ্চুরি করার সময় তার বয়স ছিল ১৩ বছর ১৮৮ দিন। ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ডটা এখন তার দখলে।
বয়স ভিত্তিক খেলায় ভারতের জার্সি গায়ে জড়ানোর আগে ঘরোয়া ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন বৈভব। ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তার। সেটা রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে। এ ছাড়া হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছেন বৈভব।
বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে ৮০০ রানের বেশি করেছিল বৈভব। এরপর ভিনু মানকড় ট্রফিতে পাঁচ ম্যাচে করে ৪০০ রান। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রানধির বার্মা অনূর্ধ্ব–১৯ ওয়ানডেতেও খেলেছেন বৈভব। ৫০ ওভারের এই আসরে ট্রিপল সেঞ্চুরি করেছেন বৈভবের।