অ্যাডিলেড টেস্ট
প্রথম দিন শেষে সুবিধাজনক স্থানে অস্ট্রেলিয়া
অ্যাডিলেড টেস্টে ব্যাট কিংবা বল হাতে তেমন সাফল্য পায়নি ভারত। বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে আজ শুক্রবার (৬ ডিসেম্বর) গোটা দিনে বলার মতো কিছু করতে পারেনি ভারত। বরং, প্রথম ইনিংসে ১৮০ রানে অলআউট হওয়া ভারত বল হাতেও ব্যর্থ অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে। রোহিত-কোহলিদের ১৮০ রানের জবাবে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে এক উইকেটে ৮৬ রানে।
গোলাপি বলের টেস্টে বল হাতে ভারতের একমাত্র সাফল্য উসমান খাজার উইকেট। ১৩ রান করে জাসপ্রীত বুমরাহর বলে প্রথম স্লিপে রোহিত শর্মার তালুবন্দি হন খাজা। ২৪ রানে প্রথম উইকেট হারানো অসিরা দিনের বাকি সময় আরও কোনো বিপদে পড়েনি। অবিচ্ছিন্ন ৬২ রানের জুটি নিয়ে প্রথম ইনিংসের প্রথম দিন শেষ করেছেন নাথান ম্যাকসুয়েনি ও মার্নাস লাবুশেন মিলে। ম্যাকসুয়েনি অপরাজিত ৩৮ রানে, লাবুশেন ব্যাট করছেন ২০ রানে।
এর আগে অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাটিং নেয় ভারত। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান যশস্বী জাইসওয়াল ম্যাচের প্রথম বলেই বিলিয়ে দেন উইকেট। মিচেল স্টার্কের বলে শূন্য রানে লেগবিফোর হন জাইসওয়াল। অপর ওপেনার লোকেশ রাহুলের ব্যাট থেকে আসে ৩৭ রান। তাকেও ফেরান স্টার্ক। ৩১ রান করা শুভমান গিলকে লেগবিফোর করেন স্কট বোল্যান্ড।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। বলার মতো সংগ্রহ গড়তে পারেননি কেউই। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে মোটে তিন রান। তিনিও লেগবিফোর হন বোলান্ডের বলে। সাত রান করে বিরাট কোহলি ফেরেন স্টার্কের শিকারে পরিণত হয়ে।
৮৭ রানে পাঁচ উইকেট হারানো ভারত ১৮০ পর্যন্ত যেতে পারে নিতিশ কুমার রেড্ডির ৪২ ও শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিনের ২২ রানে ভর দিয়ে।
৪৮ রানে ছয় উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দেন মিচেল স্টার্ক। দুটি করে উইকেট পান প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।