আইসিসির সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার
ওয়ানডে সিরিজে ধবলধোলাইয়ের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা খুব একটা ছিল না ভক্তদের। তবে, সবাইকে অবাক করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। এমন দাপুটে সিরিজ জয়ের পর আইসিসির কাছ থেকে বড় সুখবর পেলেন শেখ মেহেদী-হাসান মাহমুদরা।
এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ ছন্দে আছেন অলরাউন্ডার শেখ মেহেদী। প্রথম টি-টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রানে নেন চার উইকেট। এমন পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়েছেন তিনি। আছেন ২৩ নম্বরে। মেহেদীর মতো র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন পেসার হাসান মাহমুদ। তিনি এগিয়েছেন ৩৮ ধাপ। বর্তমানে ৪৮তম অবস্থানে আছেন এই ডানহাতি পেসার।
সবাইকে চমকে দিয়ে ৩ ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ক্যারিবীয়ান ক্রিকেটার আকিল হোসেন। বর্তমানে তার রেটিং ৭০৭। পেছনে ফেলেছেন দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা ইংলিশ স্পিনার আদিল রশিদকে। একধাপ অবনমন হয়েছে এই ডানহাতি স্পিনারের। বাংলাদেশের বিপক্ষে প্রথম টি–টোয়েন্টিতে ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নেন আকিল।
শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা তিনে ও চারে আছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। অবশ্য ব্যাটারদের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন নেই। শীর্ষে আছেন ট্রাভিস হেড। এরপর ফিল সল্ট, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব ও ইংল্যান্ডের জস বাটলার আছেন তালিকার পাঁচে।
অবশ্য সিরিজের আরও একটি ম্যাচ বাকি থাকায় এখনও বাংলাদেশের ক্রিকেটারদের সামনে সুযোগ থাকবে নিজেদের আরও ছাড়িয়ে যাওয়ার। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী শুক্রবার।