ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের মিশনে মাঠে নামছে বাংলাদেশ
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে যদি বলা হতো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ, তাহলে হয়তো হেসে উড়িয়ে দিতেন অনেকে। অথচ, সিরিজের শেষ ম্যাচের আগে বাংলাদেশ তৈরি করেছে সেই সম্ভাবনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগামীকাল শুক্রবার (২০ ডিসেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। কিংসটাউনের আর্নোস ভেল মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
প্রথম দুই ম্যাচে পাওয়া জয়ে ইতোমধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা দুই জয় বাড়িয়েছে সফরকারীদের আত্মবিশ্বাস। ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে ক্যারিবীয়রা বরাবরই শক্তিশালী। তার ওপর চেনা পরিবেশ। সেখানে তুলনামূলক মাঝারি সংগ্রহ নিয়েওে আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ।
চলতি বছরের শেষ ম্যাচটি খেলার আগে দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ কোচ ফিল সিমন্স। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হোয়াইটওয়াশ করতে পারবো কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইবো অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। আমার মনে হয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস যুগিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাটটা একেবারেই আলাদা। যতটা সহজে আমরা জিতেছি, তা আগেভাগে অনুমান করার সুযোগ নেই। খেলোয়াড়দের কৃতিত্ব দিতে হবে।’
অন্যদিকে, স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের চাওয়া শেষ ম্যাচে অন্তত জয়ের হাসি হাসতে। ঘরের মাঠে হোয়াইটওয়াশ এড়াতে চায় দলটি। সিরিজ হারালেও একটি জয়ের প্রত্যাশা ক্যারিবীয়দের।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, শামিম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল ও নাহিদ রানা।