সাকিবের ব্যাপারে তথ্য নেই, তামিমের ব্যাপারে যা বললেন বিসিবিপ্রধান
এনসিএল টি-টোয়েন্টি দিয়ে প্রায় ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ফেরার ম্যাচে ব্যাট হাতে ১৩ রানের বেশি করতে না পারলেও পরের তিন ম্যাচে ছিলেন দারুণ ছন্দে। সর্বশেষ চট্টগ্রামের হয়ে খেলেছেন ৯১ রানের দুর্দান্ত ইনিংস। সবমিলিয়ে এনসিএলে চার ম্যাচে তামিমের চার ইনিংস যথাক্রমে খেলেছেন ১৩, ৬৫, ২১ ও ৯১। এতদিন পর মাঠে ফিরেও তামিমের এমন পারফর্ম স্বস্তি দিচ্ছে বাংলাদেশকে। ঘুরে ফিরে প্রশ্ন জাগছে জাতীয় দলে ফেরা নিয়ে। প্রশ্ন জাগছে, চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমকে পাওয়া নিয়ে। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফি যত এগিয়ে আসছে তত প্রশ্ন জাগছে সাকিব আল হাসানকে নিয়েও। যেহেতু তিনি এখন পর্যন্ত ওয়ানডে থেকে অবসর নেননি। তাই তামিমের সঙ্গে সাকিবকে আসন্ন আইসিসি টুর্নামেন্টে পাওয়া যাবে কিনা সেটাই বড় প্রশ্ন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) বিসিবিপ্রধান ফারুক আহমেদের কাছেও জানতে চাওয়া হয়েছে একই ইস্যুতে। জবাবে বোর্ডপ্রধান বলেন, 'সাকিবের ইস্যুটা তো পুরোপুরি আলাদা ব্যাপার। শেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও সে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল না। তার ব্যাপারে কোনো আপডেট নেই। আর তামিমের ব্যাপারে বলব নির্বাচকরা যা বলেছেন সেই প্রক্রিয়াতেই আছি। কারণ কোনো ক্রিকেটার যদি অবসর না নেয় তখন বিসিবি চাইলে বা উপযুক্ত মনে করলে তাদের দলে যুক্ত করতে পারবে। এটা নির্ভর করছে টিম সিলেক্টরদের ওপর।'
এর আগে গত ১৬ ডিসেম্বর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও তামিমকে নিয়ে আশার খবর শোনালেন। তবে সাকিবকে নিয়ে তার কাছেও নেই কোনো তথ্য।নির্বাচক সেদিন বলেছিলেন, 'দেখুন সাকিবের ব্যাপারে কোনো আপডেট নেই। এটা বোর্ডের ওপর নির্ভর করে। তামিম ইকবাল খেলা শুরু করেছেন। দেশের ক্রিকেটে এটা একটি আশার আলো। আরও কিছুটা সময় গেলে আমরা হয়ত অবহিত হতে পারব যে তামিম চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে কিনা। এই মুহূর্তে তো বলা মুশকিল। তামিমের ইস্যুটা অনেকদিন ধরে চলছে। কেউ যদি নিজেকে সরিয়ে রাখে তাহলে তো কিছু করার নেই। তবে আগে ক্রিকেট বোর্ড এক রকম ছিল। এখন আরেক রকম। নতুন বোর্ডের অধীনে তো একটা আশার আলো দেখাই যাচ্ছে যে, তামিম মাঠে ফিরছে। এখন তার সঙ্গে আলাপ করার একটা অবস্থায় আছে। এখন সমাধানের রাস্তা আছে। আশাকরি বোর্ড ও সিলেকশন প্যানেল বসবে তামিমের সাথে।'