কড়া নিরাপত্তা, সংগীতপ্রেমীদের আনাগোনায় প্রাণোচ্ছ্বল মিরপুর
প্রতীক্ষার অবসান হলো। মিউজিক ফেস্ট দিয়ে পর্দা উঠছে বিপিএলের ২০২৫ আসরের। লম্বা সময় ধরে বিপিএলে উদ্বোধনী অনুষ্ঠান হয় না। এবার সেই আক্ষেপ ঘুচল ক্রিকেটপ্রেমীদের। মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম পরিণত হয়েছে এক মহা সঙ্গীতের মঞ্চে। সংগীতপ্রেমীদের আনাগোনায় প্রাণোচ্ছ্বল মিরপুর। এখনও মিউজিক ফেস্ট শুরু না হলেও দর্শকরা মাঠে প্রবেশ করতে পারছেন।
এই আয়োজনের অন্যতম আকর্ষণ রাহাত ফাতেহ আলী খানের আবেগময় কণ্ঠে মুগ্ধ হতে অপেক্ষায় দর্শকরা। ফাতেহ আলী খান ছাড়াও পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী মাইলস, জেফার, অ্যাভয়েডরাফা এবং মুজা। এই অনুষ্ঠানের মাধ্যমে বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে বলে প্রত্যাশা আয়োজকদের।
অ্যাভোয়েড রাফাকে দিয়ে শুরু হবে গানের অনুষ্ঠান। বিকেল ৪টা থেকে পাঁচটা পর্যন্ত মঞ্চ মাতাবেন তিনি। এরপর ২০মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ৫টা ৩৮ মিনিটে মঞ্চে উঠবেন জেফার ও তার দল। ২মিনিটের একটি শো’তে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরবেন তারা।
৬টা থেকে পরের এক ঘণ্টা মঞ্চ কাঁপাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। সন্ধ্যা ৭টায় উঠবে মাইলস। একঘণ্টা মঞ্চে থাকবে তারা। এরপর ৩০মিনিট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা নিজেদের বক্তব্য তুলে ধরবেন। আসল চমক রাহাত ফাতেহ আলী খান মঞ্চে উঠবেন রাত সাড়ে ৮টায়। ১৮০ মিনিট ধরে মঞ্চে গান গাইবেন তিনি। এরজন্য অবশ্য সাড়ে ৩ কোটি টাকাও নিচ্ছেন এই পাকিস্তানি সঙ্গীত শিল্পী।