ঢাকায় এসে বাংলাতে কথা বললেন শহীদ আফ্রিদি
বিপিএলের ১১তম আসর শুরু হবে আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে। তার আগে আজ বাংলাদেশে এলেন কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আফ্রিদি বিপিএলের ছয়টি আসরে খেলেছিলেন। এবার অবশ্য ক্রিকেটারের ভূমিকায় নয়, তিনি এলেন পরামর্শক হিসেবে।
চিটাগং কিংসের মেন্টর হিসেবে বিপিএলে যোগ দিয়েছেন আফ্রিদি। আজ ঢাকায় এসে বাংলাদেশের মানুষের প্রতি বাংলা ভাষায় নিজের আগমন বার্তা জানান দেন তিনি। নিজের গাড়িতে বসে ছোট্ট একটি ভিডিওতে আফ্রিদি বলেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’
ভাঙা বাংলায় একটি বাক্য শেষ করতে বেশ কষ্টই হয়েছে তার। বাক্য শেষ করতে পেরে বেশ খুশিই দেখা গেছে আফ্রিদিকে। তার এই রিলস ভিডিওটি নিজেদের পেজে শেয়ার করেছে চিটাগং কিংস।
শহীদ আফ্রিদি না খেললেও বিপিএলে খেলোয়াড়ের ভূমিকায় আছেন আরেক আফ্রিদি। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি প্রথমবারের মতো খেলবেন বিপিএলে। তিনি খেলবেন ফরচুন বরিশালের জার্সিতে।
শহীদ ও শাহিন, সম্পর্কে দুজন শ্বশুর-জামাতা। তাই, শহিদ আফ্রিদি ক্রিকেটার হিসেবে নামলে মাঠের লড়াইয়ে মুখোমুখি হতেন দুজন।