বিপিএল অন্যরকম করতে প্রয়োজন খেলায় বিনিয়োগ : তামিম
শুরু থেকেই বলা হচ্ছে, এবারের বিপিএল অন্যরকম হবে। জুলাই বিপ্লবের ছোঁয়া রেখে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টে নতুনত্ব আনার কথা বলে আসছেন সংশ্লিষ্টরা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ থেকে শুরু করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও বলেছেন এবার অন্যরকম বিপিএল হবে।
তামিম ইকবাল অবশ্য বলছেন ভিন্ন কথা। আগামীকাল সোমবার (৩০ ডিসেম্বর) থেকে শুরু হবে বিপিএলের ১১তম আসর। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। এর আগে আজ সংবাদ সম্মেলনে তামিম জানান, অন্যরকম কিছু দেখছেন না তিনি।
তামিম বলেন, ‘সত্যি কথা বলতে আমি অন্যরকম কিছু দেখিনি, কনসার্ট ছাড়া। আমার কাছে মনে হয়, অন্যরকম বিপিএল যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। এটাই সবচেয়ে জরুরি বিষয়। কনসার্ট বা অন্যকিছুতে নয়। ক্রিকেটে যদি বিনিয়োগ করতে পারি, টুর্নামেন্টে যদি বিনিয়োগ করতে পারি, তখন আমরা বলতে পারব যে এটা নতুন বিপিএল।’
এদিকে, জুলাই বিপ্লবের প্রেরণা আর নতুনত্ব নিয়ে কাল থেকে শুরু হচ্ছে সাত দলের বিপিএল। এই টুর্নামেন্ট চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শুরুর আগে জুলাইকে ধারণা করে থিম সং ও মাসকট উন্মোচন করেছে বিসিবি। রাহাত ফতেহ আলী খানের মতো কিংবদন্তি শিল্পীকে এনে আয়োজন করেছে বিপিএল মিউজিক ফেস্ট।