উসমানের শতকে চড়ে রাজশাহীকে চ্যালেঞ্জ দিল চট্টগ্রাম
টুর্নামেন্টের শুরুটা হয়েছিল হতাশায়। প্রথম ম্যাচে হার দিয়ে সূচনা করে চট্টগ্রাম কিংস। সেই দুঃখ ঘুচাতে দ্বিতীয় ম্যাচেই বিশাল পুঁজি দাঁড় করাল মোহাম্মদ মিঠুনের দল। ওপেনার উসমান খানের শতকে চড়ে দুর্বার রাজশাহীকে ২২০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চট্টগ্রাম কিংস।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিপিএলে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে রাজশাহীর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৫ উইকেটে ২১৯ রান তুলেছে চট্টগ্রাম। দলের হয়ে শতক করা উসমান খেলেছেন ১২৩ রানের ইনিংস। ৬২ বলে যা সাজানো ছিল ১৩ চার ও ছয় ছক্কায়।
গতদিন বড় জয় পাওয়া রাজশাহী টস জিতে এদিন বেছে নেয় ফিল্ডিং। আগে বোলিং করতে নেমে শুরুটাও দারুণ করে তারা। প্রথম ওভারেই তাসকিন আহমেদ ফিরিয়ে দেন পারভেজ হোসেন ইমনকে। তাসকিনের পেস তোপে রানের খাতাও খুলতে পারেননি ইমন।
শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটেই ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। উসমান খান ও ক্লার্ক মিলে দ্বিতীয় জুটিতে গড়ে তোলেন ১২০ রানের জুটি। দলীয় ১২১ রানে ক্লার্কের বিদায়ে ভাঙে এই জুটি। সোহাগ গাজির বলে হাসান মুরাদের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪০ রান করেন ক্লার্ক।
ক্লার্ক ফেরার পর মিঠুনকে নিয়ে আরেকটি জুটি গড়েন উসমান। তার মাঝে ৪৮ বলে ব্যক্তিগত সেঞ্চুরি স্পর্শ করেন চট্টগ্রামের ওপেনার। মিঠুন ২৮ রান করে সাজঘরে ফিরে গেলে তিনিই দলকে নিয়ে যান দুইশর ঘরে। ১২৩ রান করে তিনি ফিরে গেলে চট্টগ্রাম থামে ২১৯ রানে।
দুর্বার রাজশাহীর হয়ে বল হাতে ২২ রান খরচায় দুই উইকেট নেন তাসকিন আহমেদ। সমান একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, সোহাগ গাজী ও রায়ান বার্ল।