হাসছে না লিটনের ব্যাট, সময় দিতে চান পেরেরা
বিপিএল দিয়ে চেনা ছন্দে ফিরবেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। টুর্নামেন্ট শুরুর আগে ঠিক এমনটাই বলেছিলেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। বাস্তবে তেমনটা হয়নি। প্রথম তিন ম্যাচেই হেরেছে অভিনেতা শাকিব খানের দল। ব্যাট হাতে লিটন ছিলেন পুরোপুরি ব্যর্থ। এমন পরিস্থিতিতে এই তারকা ক্রিকেটারকে আরও সময় দিতে চান অধিনায়ক থিসারা পেরেরা।
লিটন প্রসঙ্গে থিসারা পেরেরা বলেন, ‘লিটন খুব ভালো খেলোয়াড়। প্রত্যেক খেলেয়াড়েরই ব্যর্থতা আসে। আমারও খারাপ সময় গেছে। আমি নিশ্চিত, আপনার জীবনেও ব্যর্থতা আছে। এটাই জীবন। তাকে সময় দিতে হবে। এখন পরিস্থিতিটা এমনই। পেশাদার ক্রিকেটার হিসেবে তাকে আরো শক্তভাবে ফিরে আসতে হবে। আমি অনুভব করছি, লিটন ছন্দে নেই। কিন্তু, নিশ্চিতভাবেই সে আমাদের মূল খেলোয়াড়দের একজন। নিশ্চিতভাবেই সে ঘুরে দাঁড়াবে।’
দলের টানা তিন হার প্রসঙ্গে পেরেরা বলেন, ‘আমরা নিজেদের ব্যাটিং পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। যদি পারতাম, আমরা ছন্দ পেতাম। আমি সেঞ্চুরি করেছি। নিজের পারফরম্যান্স নিয়ে গর্ব খুঁজতে পারি। কিন্তু, আমরা ম্যাচ জিতিনি, সেটা উদ্বেগের।’
প্রায় বছর খানেক সীমিত ওভারের ক্রিকেটে তেমন ছন্দে নেই লিটন দাস। এমনকি গত এক বছরে নেই ওয়ানডে গড় ১০–এর নিচে এবং টি-টোয়েন্টিতে ১৭–গড়ের আশপাশে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেও ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটার। সামনেই চ্যাম্পিয়নস ট্রফি, এমন পরিস্থিতিতে লিটনের ফর্মে ফেরাটা জরুরি।