শীর্ষস্থান ধরে রাখতে চিটাগংকে মাঝারি লক্ষ্য দিল রংপুর
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/29/rangpur_0.jpg)
প্রথম আট ম্যাচ জিতে সবার আগেই প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। রাউন্ড রবিন লিগে আরও এক ম্যাচ বাকি সোহানদের। প্লে-অফ নিশ্চিত হওয়ায় শীর্ষে থেকেই শেষ করার লক্ষ্য রংপুরের। সেই লক্ষ্যে চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে মাঝারি সংগ্রহ দাঁড় করিয়েছে রংপুর।
আজ বুধবার (২৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৪৩ রান তোলে রংপুর। ব্যাট হাতে সর্বোচ্চ ৬৫ রান করেন পাকিস্তানি ব্যাটার ইফতিখার আহমেদ।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি রংপুরের। দলীয় ৩ রানের মাথায় দলটি হারায় তাদের প্রথম উইকেট। ৭ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি ব্যাটার স্টিভেন টেইলর। প্রথম উইকেটের পর দ্বিতীয় উইকেট হারাতেও সময় লাগেনি দলটির। দলীয় ১৮ রানের মাথায় ফেরেন আরেক ব্যাটার সাইফ হাসান। ৮ বলে ৮ রান করেন তিনি।
এরপর সৌম্য সরকার-ইফতিখার আহমেদ মিলে বড় জুটি গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন। ১৭ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন সৌম্য। পরবর্তীতে অধিনায়ক নুরুল হাসান সোহান ক্রিজে এসেও দায়িত্ব নিতে পারেননি। ২১ বলে ৯ রান করেন সোহান।
ষষ্ঠ উইকেট জুটিতে ঘুঁরে দাঁড়ায় রংপুর। দুই ব্যাটার মেহেদী হাসান ও ইফতিখার আহমেদ মিলে দলকে এগিয়ে নেন। ১৭ ওভারেই দলীয় সংগ্রহ একশ ছাড়ায়। শেষমেশ ১৪৩ রানে থামে দলটি। বল হাতে সর্বোচ্চ ২টি উইকেট নেন খালেদ আহমেদ।